ছবিতে ছবিতে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের আনন্দ

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৮০ রানে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। দেশের বাইরে তৃতীয়বারের মতো ধবলধোলাইয়ের স্বাদ পাওয়া বাংলাদেশের খেলোয়াড়েরা ট্রফি নিয়ে দলীয় উদ্‌যাপন শেষে নিজেদের মতো করে স্মৃতি ধারণ করার চেষ্টা করেছেন। তার কিছু ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তেমনই কিছু ছবি নিয়ে এই আয়োজন—

১ / ৯
সিরিজ জয়ের স্মারক ছবি তোলা হচ্ছে। সেই ছবিতে ট্রফিটা হাতে দিয়ে সামনে পাঠিয়ে দেওয়া হলো রিপন মণ্ডলকে। অভিষেকের অপেক্ষায় থাকা ২১ বছর বয়সী এই পেসার সিরিজে একটি ম্যাচও খেলেননি। তাই বলে জয়ের আনন্দ তাঁরও তো কম নয়
ইনস্টাগ্রাম/লিটন দাস
২ / ৯
নামগুলো পাশাপাশি রাখলে জাদুকরী কিছুই হয়। ছবিটি দিয়ে এমন ক্যাপশনই দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অফ স্পিনার মেহেদী হাসান ও পেসার হাসান মাহমুদকে পাশে দাঁড় করিয়ে নিজের পুরো নামটিই মিলিয়ে নিয়েছেন মিরাজ। একই ছবি হাসান মাহমুদ পোস্ট করে লিখেছেন, ‘তিনের ভেতর এক।’
ফেসবুক/মিরাজ
৩ / ৯
টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই বল হাতে দুর্দান্ত ছিলেন মেহেদী হাসান। মাত্র ৪.১৮ ইকোনমিতে ৮ উইকেট নেওয়া এই স্পিনার হয়েছেন সিরিজ–সেরাও। যে স্মৃতি তুলে রাখলেন সামাজিক যোগাযোগমাধ্যমে
ফেসবুক/মেহেদী
৪ / ৯
ওয়েস্ট ইন্ডিজে পুরো সফর ধরে ভালো ব্যাটিং করেছেন জাকের আলী। সফরের বিভিন্ন সময়ের ছবির সঙ্গে টি-টোয়েন্টি ট্রফি নিয়ে তোলা এ ছবিটিও পোস্ট করেছেন। ভালো ব্যাটিংয়ের পেছনে কোচ সালাহউদ্দিনের যে বিশেষ ভূমিকা ছিল, সেটিই যেন ফুটে উঠেছে এই ছবিতে
ইনস্টাগ্রাম/জাকের
৫ / ৯
টিভিতে দেখা যাচ্ছে বাবা কথা বলছেন। দেশে থাকা লিটন-কন্যা আনায়রার তাই বাবাকে ছুঁয়ে দেখার চেষ্টা। বাবা-কন্যার ভালোবাসার মুহূর্তের এ ছবিটি পোস্ট করেছেন লিটনই। লিখেছেন, ‘“পাপা পাপা” ডাকের অপেক্ষায় আছি।’
ফেসবুক/লিটন
৬ / ৯
শেষ ম্যাচে জাকের আলীর সঙ্গে ভুল–বোঝাবুঝিতে রান আউট হওয়ায় ইনিংসটা বড় করতে পারেননি। তবে প্রথম দুই টি-টোয়েন্টিতে শেষের দিকে ঝোড়ো ইনিংস এসেছিল শামীম হোসেনের ব্যাট থেকেই
ফেসবুক/শামীম
৭ / ৯
মাঠের লড়াই শেষে ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামির সঙ্গে সৌহার্দ্যের ছবি আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজের। সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম
ফেসবুক/আফিফ
৮ / ৯
সিরিজ জিতেছে বাংলাদেশ দল। কিন্তু মাঠে ও মাঠের বাইরে বড় দায়িত্ব ছিল অধিনায়ক লিটন দাস ও কোচ ফিল সিমন্সের। ট্রফি নিয়ে একটি ছবি তাই কোচ-অধিনায়কও তুললেন
ইনস্টাগ্রাম/লিটন
৯ / ৯
শেষ ম্যাচে ৩ উইকেটসহ সিরিজে ৬ উইকেট নিয়েছেন রিশাদ। আর জাকের তো সিরিজ-সর্বোচ্চ ১২০ রানই করেছেন
ইনস্টাগ্রাম/রিশাদ