ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডে টেন্ডুলকারের আরও কাছে কোহলি
কাসুন রাজিতার স্লোয়ার লং অফে পাঠিয়ে একটি রান নিলেন বিরাট কোহলি। গুয়াহাটির গ্যালারিতে উঠল করতালি। হেলমেটটা খুললেন বিরাট কোহলি। দর্শক অভিবাদনের জবাবেই সম্ভবত। এরপর বেশ চওড়া হাসি ফুটল মুখে। সেঞ্চুরির হাসি!
গুয়াহাটিতে আজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৩৭৩ রানের পাহাড় দাঁড় করিয়েছে ভারত। দলীয় সংগ্রহ ৪০০ হয়েই যেত যদি শেষ ১০ ওভারে লঙ্কান বোলাররা ভালো না করতেন। এই ৬০ বলে উঠেছে মাত্র ৭৯ রান। কিন্তু ভারতের ইনিংসে কেউ শেষ ১০ ওভারে শ্রীলঙ্কার এই ভালো বোলিং মনে রাখবেন না। কোহলি সেঞ্চুরি করলে যে বাকি সব ম্লান হয়ে পড়ে!
হোক না সেটি দুটি ‘জীবন’ পাওয়ার বিনিময়ে তুলে নেওয়া সেঞ্চুরি, ব্যাটসম্যানটির নাম কোহলি বলেই সম্ভবত তা মনে রাখবেন খুব মানুষ। কিন্তু বেশির ভাগই সংখ্যাটা মনে রাখবেন। ওয়ানডেতে এটি কোহলির ৪৫তম সেঞ্চুরি। শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড টপকে যেতে চাই আর মাত্র ৫টি সেঞ্চুরি। হবে তো! ৩৪ বছর বয়সী কোহলির পক্ষে বাজি ধরার লোকের সংখ্যাই বেশি হবে।
ভারতের ইনিংস চলাকালীন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন টুইট করেছিলেন, ‘কতজন মনে করেন আমরা চার শ-র বেশি রান করব এবং কোহলি ৭৩তম সেঞ্চুরিটি পাবেন?’ ভারত চার শ না পেলেও কোহলি কিন্তু তিন সংস্করণ মিলিয়ে ৭৩তম সেঞ্চুরিটি পেয়ে গেছেন। ১২ চারে ও ১ ছক্কায় ৮৭ বলে সাজানো ১১৩ রানের ইনিংস। ৩৭তম ওভারে ব্যক্তিগত ৫২ রানে রাজিতার হাতে ‘জীবন’ পেয়েছেন।
এরপর ৪৩ তম ওভারে সেই রাজিতার বলেই এক্সট্রা কাভারে তাঁর ক্যাচ ছেড়েছেন দাসুন শানাকা। কোহলির তখন ৮১। অর্থাৎ, সেঞ্চুরিটি হওয়ার কথা ছিল না। কিন্তু ভাগ্য অন্যরকম কিছু ভেবে রাখায় ওয়ানডেতে টানা দ্বিতীয় সেঞ্চুরিটি পেয়ে গেলেন কোহলি। এক মাস আগে চট্টগ্রামে গত ১০ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সর্বশেষ সেঞ্চুরিটি করেছিলেন ভারতীয় তারকা।
টেন্ডুলকার ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরি পেয়েছেন ৪৫২ ইনিংসে। কোহলি এ সংস্করণে ৪৫তম সেঞ্চুরিটি পেয়ে গেলেন ২৫৭তম ইনিংসে এসে। গত ৮ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পান কোহলি। ১ হাজার ২০ দিনের অপেক্ষার পর তিন সংস্করণ মিলিয়ে সেদিন সেঞ্চুরির খরা কাটিয়েছিলেন।
প্রায় তিন মাস পর বাংলাদেশের সফরে এসে ওয়ানডে সিরিজে সেঞ্চুরি পেয়েছেন এবং তারপর আজ আবার তিন অঙ্কের দেখা পেলেন। ভারতের ইনিংসের পর পর কোহলি জানালেন বাংলাদেশ সফরে সবকিছু ভালো হয়নি। বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে ভারত।
তারপর থেকেই নাকি ঘরোয়া মৌসুমে রান করতে মরিয়া ছিলেন, ‘বাংলাদেশ সফরের দ্বিতীয়ভাবে সবকিছু ভালো হয়নি। ঘরোয়া মৌসুমে তাকিয়ে ছিলাম। পুরো ইনিংসজুড়েই আমাকে ব্যাট করতে হতো। ভাগ্যও গুরুত্বপূর্ণ এবং এটারও ভূমিকা ছিল, সে জন্য আমি কৃতজ্ঞ।’