লিটনের জন্য মন খারাপ তানজিদের
রোববার লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরিটা দর্শক হিসেবে সবচেয়ে ভালো জায়গা থেকেই দেখেছেন তানজিদ হাসান। ঢাকা ক্যাপিটালস ওপেনার যে লিটনের ১২৫ রানের ইনিংসের প্রায় পুরোটাই দেখেছেন নন–স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে। লিটনের সঙ্গে ২৪১ রানের জুটি গড়ার পথে নিজেও সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই ব্যাটসম্যান।
সেই ম্যাচের পর পেরিয়ে গেছে তিন দিন। তবু লিটনের সেই ইনিংস নিয়ে মুগ্ধতা কাটছে না তানজিদের। দলের সঙ্গে তানজিদরা এখন আছেন চট্টগ্রামে। সেখানেই আজ সংবাদ সম্মেলনে নিজের ফর্ম, লিটনের সেই ইনিংসহ আরও নানা বিষয়ে কথা বলেছেন এই ওপেনার।
দাদা (লিটন) যেমন ব্যাটসম্যান, এদিক থেকে তাই আমার মন খারাপ যে উনি দলে নেই। যেভাবে সর্ষশেষ দুই ম্যাচ খেলেছেন, ওনার আত্মবিশ্বাস অনেক ওপরে।
লিটনের সেই ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে উচ্ছ্বসিত তানজিদ, ‘(নন–স্ট্রাইকে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি দেখতে পেরে) আমি নিজে অনেক সৌভাগ্যবান। আমি ওনার বড় একজন ভক্ত। ওনার ব্যাটিং দেখাটাও একটা (দারুণ ব্যাপার)। অনেক উপভোগ করেছি। মানে কী বলব, চোখজুড়ানো সব শট।’
যেদিন বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা না পাওয়ার খবর পেলেন, সেদিনই সেঞ্চুরিটা করেছিলেন লিটন। তবে সেঞ্চুরির পর লিটন বলেছেন, তিনি জানতেন এমন কিছু হবেই, ফর্ম যে নেই!
তানজিদের অজানা নয় সেটি। তবু লিটন চ্যাম্পিয়নস ট্রফির দলে না থাকায় মন খারাপ তাঁর, ‘ভালো না খেললে বাদ পড়তে হবে। এটা সবাইকে মেনে নিতে হবে। দাদা (লিটন) যেমন ব্যাটসম্যান, এদিক থেকে তাই আমার মন খারাপ যে উনি দলে নেই। যেভাবে সর্বশেষ দুই ম্যাচ খেলেছেন, ওনার আত্মবিশ্বাস অনেক ওপরে। আশা করি, সামনের ম্যাচগুলো অনেক ভালো করবেন।’
লিটন-ভক্ত তানজিদ এবারের বিপিএলে সাত ম্যাচে মেরেছেন ১৬টি ছক্কা, করেছেন ২৪৬ রান। মোট রানে তিনে থাকলেও ছক্কায় তানজিদের ওপরে নেই কেউ। তবে তাঁর সমান ১৬টি করে ছক্কা মেরেছেন খুশদিল শাহ ও ইয়াসির আলীও।
এবার একটি করে সেঞ্চুরি ও ফিফটি পাওয়া তানজিদ বললেন, কীভাবে ফর্মে ফিরলেন সেটি, ‘ব্যাটিংয়ে নতুনত্ব বলতে আসলে কিছু নেই। আগের কয়েকটা ইনিংসে আমি ভালো শুরু করেও বড় করতে পারিনি। তারপর বুঝতে পারি, যদি পাওয়ারপ্লেটা ভালো ব্যবহার করতে পারি ও এরপর নিজেকে কিছুটা সময় দিই, তাহলে মনে হয় আমার জন্য ভালো। এভাবেই সফল হয়েছি। ছক্কার কোনো রহস্য নেই। সব সময় মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করি। যেটা আমি জোনে পেয়েছি, সেটাই খেলেছি।’
কাল চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে তানজিদদের ঢাকা ক্যাপিটালস।