ভারতের বিপক্ষে পাকিস্তান চাপে থাকবে যে কারণে
ঐতিহাসিকভাবেই ভারত–পাকিস্তান লড়াই মানেই বাড়তি রোমাঞ্চ। রাজনৈতিক বৈরিতার কারণে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল এখন আর দ্বিপক্ষীয় সিরিজ খেলে না—আইসিসি টুর্নামেন্ট এলেই শুধু মুখোমুখি হয়। তাতেও অবশ্য ‘কিন্তু’ থাকে।
এবার চ্যাম্পিয়নস ট্রফিতেও যেমন, পাকিস্তান স্বাগতিক হলেও দেশটিতে যাচ্ছে না ভারত। তাদের ম্যাচগুলো তাই হচ্ছে দুবাইয়ে। আগামীকাল ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটিও হবে সেখানে। এই ম্যাচে ভারতের চেয়ে একটু বেশি চাপে থেকেই খেলবে পাকিস্তান। কেন?
নিজেদের অধারবাহিকতা যে সমস্যা তৈরি করছে, তা বুঝতে পারছেন পাকিস্তানের ক্রিকেটাররাও। ভারত ম্যাচ নিয়ে এক প্রশ্নের জবাবে সালমান আগা বলেছেন, ‘আমরা যদি সেরা দলগুলোর বিপক্ষে জিততে চাই এবং নিজেরা ভালো দল হতে চাই, তাহলে আমাদের নিয়মিত ম্যাচ জিততে হবে। এক ম্যাচ ভালো খেলে আরেকটা হারলে হবে না।’
পাকিস্তানের জন্য একটি সুখস্মৃতি ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে হারিয়েই শিরোপা জেতা। কিন্তু এরপর মুখোমুখি হওয়া পাঁচ ম্যাচের কোনোটিতেই আর ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ২০২৩ বিশ্বকাপে আহমেদাবাদে হওয়া সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে ৭ উইকেটের জয় পায় রোহিত শর্মার দল।
একদিকে যখন স্বাগতিক দলটির এই অবস্থা, তখন দারুণ ছন্দেই আছে ভারত। বাংলাদেশের বিপক্ষে ২২৯ রান তারা তাড়া করেছে ২১ বল ও ৬ উইকেট হাতে রেখে। ব্যাটিংয়ে শুবমান গিল সেঞ্চুরি তুলে নেন, পাঁচ উইকেট পান দীর্ঘদিনের চোট কাটিয়ে ফেরা মোহাম্মদ শামিও। পাকিস্তানের বিপক্ষে জিতলেই সেরা চারে পৌঁছে যাবে ভারত। একদিকে তাদের এমন প্রত্যাবর্তন ও ভালো ফর্ম, আরেক দিকে পাকিস্তানের সামনে দাঁড়িয়ে যাওয়া চ্যালেঞ্জ—রিজওয়ানের দল যে চাপে থাকবে, তা বলাই যায়।