ইনিংসে ১০ উইকেটের ১০টিই নিয়েছেন ভারতের এই পেসার
অংশুল কামবোজ—২৩ বছর বয়সী এই পেসার ক্যারিয়ারের বাকি সময়ে কিছু না করলেও ভারতের ক্রিকেটে উচ্চারিত হবেন নিশ্চিতভাবেই। বোলারদের এক বিরল অর্জনের ছোট্ট তালিকায় যে নাম লিখিয়ে নিয়েছেন তিনি। রঞ্জি ট্রফির ইতিহাসের মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন কামবোজ।
আজ রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের তৃতীয় দিনে কামবোজ কেরালার বিপক্ষে হরিয়ানার হয়ে এ কীর্তি গড়েন তিনি। ইনিংসে তাঁর বোলিং ফিগার এমন—৩০.১ ওভার, ৯ মেডেন, ৪৯ রান, ১০ উইকেট। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টে কোনো বোলার ইনিংসে ১০ উইকেট নিলেন ৩৮ বছর পর।
কামবোজের ১০ উইকেট নেওয়া ম্যাচটি চলছে হরিয়ানার চৌধুরী বানসি লাল স্টেডিয়ামে। বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিন শেষেই কামবোজের নামের সঙ্গে ছিল ৮ উইকেট। আজ তৃতীয় দিনে বাসিল থাম্পিকে বোল্ড করার পর শৌন রজারকে উইকেটকিপারের ক্যাচ বানিয়ে ইনিংসে ১০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। কেরালা ২৯১ রান তুলতে ব্যাট করেছে মোট ১১৬.১ ওভার। এর মধ্যে সবচেয়ে বেশি ওভার বল করেছেন কামবোজই।
তাঁর নেওয়া ১০ উইকেট রঞ্জি ইতিহাসে হরিয়ানার বোলারদের মধ্যে সেরা বোলিং। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতাটিতে এর আগে মাত্র দুজন বোলার ইনিংসের সব কটি উইকেট নিতে পেরেছেন। প্রথমজন ১৯৫৬-৫৭ মৌসুমে বাংলার হয়ে খেলা প্রেমাংশু চট্টোপাধ্যায়। সেবার আসামের বিপক্ষে ২০ রানে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় বোলার হিসেবে ১৯৮৫-৮৬ সালে বিদর্ভের বিপক্ষে ৭৮ রানে ১০ উইকেট নিয়েছিলেন রাজস্থানের প্রদীপ সুন্দরম। সে হিসেবে তিন যুগের বেশি সময় পর ইনিংসে ১০ উইকেট নিলেন কামবোজ।
রঞ্জিতে তৃতীয় হলেও মোটের ওপর ইনিংসে ১০ উইকেট নেওয়া ভারতের ষষ্ঠ বোলার কামবোজ। অন্য তিনজন হচ্ছেন অনিল কুম্বলে, শুভাষ গুপ্ত এবং দেবাশীষ মোহান্তি। এর মধ্যে ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে দিল্লি টেস্টে কুম্বলের নেওয়া ১০ উইকেট ছিল টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয়। টেস্ট ক্রিকেটের দেড় শ বছরের ইতিহাসে এখন পর্যন্ত তিনজন বোলার ইনিংসে ১০ উইকেট নিতে পেরেছেন। প্রথমজন ইংল্যান্ডের জিম ল্যাকার, ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে। আর তৃতীয়জন এজাজ প্যাটেল, ২০২১ সালে ভারত-নিউজিল্যান্ডের মুম্বাই টেস্টে।
হরিয়ানার কামবোজ রঞ্জি ট্রফির কীর্তি আন্তর্জাতিক ক্রিকেটেও করে দেখানোর সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। গত মাসে ইমার্জিং টিমস এশিয়া কাপের ভারতীয় স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তিনি। খেলেছেন সর্বশেষ আইপিএলেও। যদিও এর কোনোটিতেই নজরকাড়া পারফরম করতে পারেননি। তবে রঞ্জিতে ১০ উইকেট নিয়ে নিজেকে আরও একবার ঠিকই আলোচনায় নিয়ে আসতে পেরেছেন ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার।