ম্যাক্সওয়েলের ২০১* রানের ইনিংস নিয়ে জাদেজার কাটা ঘায়ে নুনের ছিটা সৌরভের
কাটা ঘায়ে নুনের ছিটা—এ ছাড়া আর কী বলবেন এটাকে! গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় এক ইনিংসের কাছে হেরে গেছে আফগানিস্তান। শরীরের একাধিক জায়গায় ক্র্যাম্প নিয়ে খেলে দলকে জেতানো ম্যাক্সওয়েলের ১২৮ বলে অপরাজিত ২০১ রানের অভাবনীয় ইনিংসের প্রশংসা ক্রিকেট–বিশ্বে এখনো চলছে।
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও এর বাইরে নন। ম্যাক্সওয়েলের প্রশংসা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান। একই সঙ্গে সৌরভ ম্যাক্সওয়েলকে এমন একটি ইনিংস খেলতে দেওয়ার দায় দিচ্ছেন আফগানিস্তানের বোলারদেরও। এমনকি তিনি আফগানিস্তানের মেন্টর অজয় জাদেজাকেও একটি খোঁচা দিয়েছেন।
অস্ট্রেলিয়া ৯৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলার পর অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে জুটি বাঁধেন ম্যাক্সওয়েল। অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ২০২ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তাঁরা দুজন। ১৭০ বলের জুটিটিতে ম্যাক্সওয়েলের অবদান ১০২ বলে ১৭৯ আর কামিন্স করেছেন ৬৮ বলে ১২ রান।
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ মনে করেন, আফগান বোলারদের ভুলের কারণেই সেদিন অমন তাণ্ডব চালাতে পেরেছেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানের চোটের সুবিধা আফগানরা বিন্দুমাত্রও নিতে পারেনি, এমনটাই বলেছেন সৌরভ।
কলকাতা টিভিকে সৌরভ বলেছেন, ‘আফগানিস্তান ম্যাক্সওয়েলকে সোজা বল বেশি করেছে। ওরা সপ্তম স্টাম্পে বল করতে পারত। কারণ, তার চোট ছিল এবং সে বলের কাছে পৌঁছাতে পারত না।’
সৌরভ এরপর খোঁচা দেন তাঁর সাবেক সতীর্থ ও এই বিশ্বকাপে আফগানিস্তান দলের মেন্টর হিসেবে কাজ করা জাদেজাকে, ‘অজয় জাদেজা হয়তো কেঁদে থাকবে। তারা (আফগানিস্তানের বোলাররা) প্যাডের ওপর বেশি বল করেছে। সে (ম্যাক্সওয়েল) শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লগ করেছে। তাদের উচিত ছিল, একটু দূরে বল করা।’