সাকিব যেভাবে মালিঙ্গা হলেন কোহলির কাছে

কোহলির সঙ্গে গতকাল মজার বাক্য বিনিময় হয়েছে সাকিবেরভিডিও থেকে নেওয়া

ভারতের দ্বিতীয় ইনিংসে গতকাল শেষ সেশনে বিরাট কোহলি বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৩৭ বলে ১৭ রান করে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লু হন। ছোট্ট এই ইনিংসটি খেলার পথে সাকিব আল হাসানের সঙ্গে মজাও করেন কোহলি। আর সেই মজায় উঠে এসেছিলেন শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা।

আরও পড়ুন

ভারতের দ্বিতীয় ইনিংসে ১৫তম ওভারের শেষ দুই বলে কোহলিকে ইয়র্কার লেংথে বল করেন সাকিব। দুটি বলেই রান পাননি কোহলি। সেই ওভার শেষে কোহলি নন স্ট্রাইক প্রান্তে যাওয়ার পর সাকিবের সঙ্গে মজা করেন। সাকিব তখন অফ সাইডে ৩০ গজ বৃত্তের ভেতরে ফিল্ডিং করছিলেন। কোহলি তখন সাকিবের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘মালিঙ্গা হয়ে গেলে নাকি! ইয়র্কারের পর ইয়র্কার মারছ!’

শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা খেলোয়াড়ি ক্যারিয়ারে ইয়র্কারের জন্য খ্যাতি কুড়িয়েছেন। টানা ইয়র্কার লেংথে বল করতে পারতেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের এই কথা বলার ভিডিও ছড়িয়ে পড়েছে। সাকিব যে কোহলির কথায় মজা পেয়েছেন সেটি বোঝা গেছে তাঁর প্রতিক্রিয়া দেখে। কোহলির কথা শুনে মাথা নাড়তে নাড়তে হেসে নিজের ফিল্ডিং করার জায়গায় ফিরে যান সাকিব।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, সেখানে সাকিবকে উদ্দেশ করে কোহলিকে একাধিকবার ‘মালিঙ্গা’ বলতে শোনা গেছে। শুরুতে যে কথাটি বলেছেন, সেটি স্পষ্টভাবে শোনা যায়নি।

আরও পড়ুন

ভারতের সংবাদমাধ্যম ‘আজকাল’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, কোহলি তখন সাকিবের প্রতি বলেছেন, ‘তুমি আমার মাল্লি।’ সাকিব সম্ভবত এ কথাটা বুঝতে না পেরে তাকিয়ে ছিলেন কোহলির প্রতি। তারপর কোহলি তাঁকে মালিঙ্গা হয়ে যাওয়ার কথা বলেছেন।

মালিঙ্গা হয়ে গেলে নাকি! ইয়র্কারের পর ইয়র্কার মারছ!
সাকিবকে কোহলি, গতকাল চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে

চেন্নাই টেস্টে সাকিব ও কোহলির সময়টা ভালো কাটছে না। ভারতের দুই ইনিংসে ৬ ও ১৭ রানে আউট হন কোহলি। সাকিব বাংলাদেশের প্রথম ইনিংসে ৩২ রানে আউট হন। রিভার্স সুইপ করতে গিয়ে তাঁর আউট হওয়াটা বেশ সমালোচিতও হয়েছে। বল হাতে ভারতের প্রথম ইনিংসে ৮ ওভারে ৫০ রানে কোনো উইকেট পাননি সাকিব। ভারতের দ্বিতীয় ইনিংসে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ৬ ওভার বল করলেও কোনো উইকেট পাননি।