স্টার্ক-ম্যাক্সওয়েলকে পাওয়ার অপেক্ষা বাড়ল অস্ট্রেলিয়ার
অস্ট্রেলিয়ার জন্য এর চেয়ে ভালো প্রস্তুতি আর কী হতে পারে!
ঠিক দুই সপ্তাহ পর ভারতে শুরু হচ্ছে বিশ্বকাপ। এর আগে ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলার সুযোগ পাচ্ছে অস্ট্রেলিয়া।
পাঞ্জাবের মোহালিতে আগামীকাল প্রথম ওয়ানডে। সেই ম্যাচের সংবাদ সম্মেলেনে এসে আজ ‘অম্লমধুর’ তথ্য দিয়েছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক জানিয়েছেন, তিনি পুরোপুরি সেরে উঠলেও পেস বোলিংয়ে তাঁর সঙ্গী মিচেল স্টার্ক ও অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এখনো চোটের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। কালকের ম্যাচে তাই দুজনকে পাওয়া যাবে না।
কামিন্স বলেছেন, ‘আমি খুব ভালো বোধ করছি। বলতে পারেন, শতভাগ ফিট। আশা করি, সব ম্যাচ খেলতে পারব।’ এরপরই জানান, কুঁচকির চোট থেকে স্টার্ক ও অ্যাঙ্কেলের চোট থেকে ম্যাক্সওয়েল পুরোপুরি সেরে না ওঠায় আগামীকাল খেলতে পারবেন না, ‘ওরা কাল থাকছে না। তবে পরের ম্যাচগুলোয় পাওয়া যাবে।’
স্টার্ক–ম্যাক্সওয়েলের মতো তারকারা না থাকলেও অস্ট্রেলিয়ার এই দলটার প্রায় সবারই আইপিএল খেলার অভিজ্ঞতা আছে। তাই কামিন্স মনে করেন, তাঁদের অনুপস্থিতি পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে না, ‘দলের অনেকেই আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলে। এখানকার কন্ডিশন সম্পর্কে ওদের স্বচ্ছ ধারণা আছে।’
বিশ্বকাপের আগে দলকে বাজিয়ে দেখার এটাই শেষ সুযোগ। সেরা প্রস্তুতি নিতে এই সিরিজে তাই সবাইকে খেলাতে চান কামিন্স, ‘আমরা একেক ম্যাচে একেক ধরনের কম্বিনেশন নিয়ে মাঠে নামব। আশা করি, সামনের কয়েকটি ম্যাচে আমরা কিছু প্রশ্নের উত্তর পাব।’
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) প্রায় দেড় মাস আগে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করার পর থেকে একের পর এক খেলোয়াড়ের চোটের খবর আসতে থাকে।
ভারতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকা সফর করেছে অস্ট্রেলিয়া দল। কবজির চোটে সেই সফরে যেতে পারেননি নিয়মিত অধিনায়ক কামিন্স। ছিলেন না স্টিভেন স্মিথ, স্টার্ক, ম্যাক্সওয়েলের মতো তারকারাও।
ম্যাক্সওয়েল শুরুতে পারিবারিক কারণে ছুটি নিয়েছিলেন। প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে শুধু ওয়ানডে সিরিজ খেলতে চাননি। কিন্তু অনুশীলনের সময় অ্যাঙ্কেলে চোট পাওয়ায় পুরো সফর থেকেই ছিটকে যান।
দক্ষিণ আফ্রিকা সফর চলাকালে আরও বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া। চতুর্থ ওয়ানডে হাতে আঘাত পান ওপেনার ট্রাভিস হেড। পরীক্ষায় তাঁর হাড়ে চিড় ধরা পড়ে। যে কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে রাখা হয়নি। এমনকি বিশ্বকাপের প্রথমার্ধেও হেডকে পাবে না অস্ট্রেলিয়া। বাঁহাতি ওপেনারের জায়গায় বিশ্বকাপ দলে ডাকা হতে পারে মারনাস লাবুশেনকে।
সদ্য এশিয়া কাপ জেতা ভারতও এই সিরিজে পূর্ণ শক্তি নিয়ে নামছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রথম দুই ওয়ানডেতে অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার মতো শীর্ষ সারির খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে। ২০ মাস পর ওয়ানডে দলে ফেরানো হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। মোহালিতে আগামীকাল ও ইন্দোরে রোববার ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।