১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ জিতল বাংলাদেশের মেয়েরা

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশআইসিসি

অবশেষে এল জয়!

সময়ের হিসাবে ১০ বছর, ম্যাচের হিসাবে ১৬ আর টুর্নামেন্টের হিসাবে ৪ টি—মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে লম্বা সময় পর জয়ের দেখা পেল বাংলাদেশ। আজ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে নিগার সুলতানার দল।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সংগ্রহ খুব একটা বড় ছিল না। তবে ৭ উইকেটে ১১৯ রানের পুঁজিতেই জয় এনে দেন বোলাররা। রান তাড়ায় নামা স্কটল্যান্ডকে তাঁরা ৭ উইকেটে ১০৩ রানে আটকে দেন।

ওভারপ্রতি ৬ রানের লক্ষ্য নিয়ে নামা স্কটিশদের বড় পরীক্ষায় ফেলেন রিতু মনি। ডানহাতি এই মিডিয়াম পেসার ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ২ উইকেট। বাংলাদেশের বোলিংয়ে সাফল্যের শুরুটা অবশ্য ফাহিমা খাতুনের হাত ধরে। ইনিংসের তৃতীয় ওভারেই সাসকিয়া হরলিকে ফেরান তিনি। পাওয়ারপ্লের শেষ ওভারে ক্যাথরিন ব্রাইসকে ফেরান মারুফা আক্তার।

স্কটল্যান্ডকে বড় পরীক্ষায় ফেলেন বাংলাদেশের বোলাররা
আইসিসি

প্রথম ৬ ওভারে ৩১ রানে ২ উইকেট নিয়ে স্কটল্যান্ডের ইনিংসে নিয়ন্ত্রণ করতে শুরু করে বাংলাদেশ, যা পরের দিকে শুধু বেড়েছেই। শেষ পাঁচ ওভারে ৪৮ আর শেষ দুই ওভারে ৩১ রানের সমীকরণ না মেলাতে পেরে পরিষ্কার ব্যবধানেই হারে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ড।

আরও পড়ুন

রিতুর ২ উইকেটের বাইরে ১টি করে উইকেট নিয়েছেন নাহিদা, মারুফা, ফাহিমা ও রাবেয়া। এর মধ্যে ক্যাথারিন ফ্রেসারকে আউট করে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন নাহিদা। বাংলাদেশের বোলারদের মধ্যে এটি প্রথম কীর্তি, সব মিলিয়ে মেয়েদের ক্রিকেটে ১৪তম।

সাথি রানীর ব্যাট থেকে আসে ৩১ রান
আইসিসি

এর আগে বাংলাদেশের ব্যাটিং অবশ্য মনমতো হয়নি। স্কটিশ ফিল্ডারদের একাধিক ক্যাচ মিস ও মিসফিল্ডের পর সুযোগ নিতে পারেননি ব্যাটাররা। উদ্বোধনী জুটিতে সাথি রানী ও মুরশিদা খাতুন ২৬ রান তোলার পর দ্বিতীয় উইকেটে সাথি ও সোবহানা মোশতারি যোগ করেন ৪২ রান। বাংলাদেশের ইনিংসে এ দুটিই বড় জুটি।

ব্যাটারদের মধ্যে মোশতারি ৩৮ বল খেলে ২ চারে করেন ৩৬ রান, সাথির ব্যাট থেকে আসে ৩২ বলে ৩১। এ ছাড়া শততম টি–টোয়েন্টি খেলতে নামা অধিনায়ক নিগার করেন ১৮ বলে ১৮ রান।

আরও পড়ুন

বাংলাদেশ দলের পুঁজিটা যে খুব বেশি বড় হয়নি, সেটি ম্যাচের বিরতিতে সম্প্রচার চ্যানেলে মোশতারিই স্বীকার করে নেন। তবে বোলাররা ওই স্বল্প পুঁজিকেই জয়ের জন্য যথেষ্ট বানিয়ে নেন। যার সুবাদে এসেছে দীর্ঘ খরার পর জয়।

স্কটিশদের হারানোর আগে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ জিতেছিল ২০১৪ সালে। সেবার সিলেটে নবম স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে ১৭ রানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর টানা চারটি আসরে ১৬ ম্যাচে মাঠ ছাড়তে হয়েছে হার নিয়ে।

এবারের আসরে বাংলাদেশ তাদের পরের ম্যাচ খেলবে ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। ‘বি’ গ্রুপে নিগারদের অন্য দুই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।

আরেকটি উইকেট, জয়ের দিকে আরেকটু এগিয়ে যাওয়ার আনন্দ বাংলাদেশ দলের খেলোয়াড়দের
আইসিসি

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১১৯/৭ (মোশতারি ৩৬, সাথি ২৯, নিগার ১৮, মুরশিদা ১২, ফাহিমা ১০*; হরলি ৩/১৩, ফ্রেসার ১/২৩)।

স্কটল্যান্ড: ২০ ওভারে ১০৩/৭ (ব্রাইস ৪৯*, লিস্টার ১১; রিতু ২/১৫, মারুফা ১/১৭, নাহিদা ১/১৯)।

ফল: বাংলাদেশ ১৬ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: রিতু মনি।