কয়েদি নম্বর ৮০৪, ইমরানকে স্মরণ করে ১৩ লাখ রুপি জরিমানা আমের জামালের

আমের জামালের এই ছবিটি ২০২৪ বিপিএলের, যখন খেলতে এসেছিলেন কুমিল্লার হয়ে।প্রথম আলো

আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তান দলের আট ক্রিকেটারকে ৩০ লাখ রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর মধ্যে অলরাউন্ডার আমের জামালের জরিমানার পরিমাণ প্রায় ১৩ লাখ রুপি। জামাল গত বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের সময় ‘৮০৪’ লেখা হ্যাট পরেছিলেন।

বেশ কিছুদিন ধরেই পাকিস্তানে ‘৮০৪’ সংখ্যাটি সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরানের খানকে কেন্দ্র করে ব্যাপকভাবে আলোচিত। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে থাকা ইমরানের কয়েদি নম্বর ৮০৪। তাঁর সমর্থকেরা গান, ভিডিও, পোশাক-পরিচ্ছদসহ বিভিন্ন জায়গায় ‘কয়েদি নম্বর ৮০৪’ ব্যবহার করে থাকেন।

পাকিস্তানের জিও নিউজের খবরে বলা হয়, রাজনৈতিক স্লোগান লেখা হ্যাট পরায় জামালকে জরিমানা করা হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টের সময় মুলতানে ওই হ্যাট পরে মাঠে সম্প্রচার ক্যামেরার সামনে কথা বলেন জামাল। এটিকে বোর্ডের ‘নিরপেক্ষতা নীতি’র লঙ্ঘন হিসেবে চিত্রায়িত করেছে পিসিবি।

রাজনীতিতে নামার আগে ইমরান খান ছিলেন ক্রিকেটার, তাঁর নেতৃত্বে ১৯৯২ বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান।
ছবি: রয়টার্স

জিও নিউজ রাজনৈতিক স্লোগান কী ছিল, উল্লেখ না করলেও ‘ডায়ালগ পাকিস্তান’ ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছে।

নিজেদের নাগরিক সাংবাদিকতার পোর্টাল হিসেবে পরিচয় দেওয়া মাধ্যমটি জানিয়েছে, সেদিন জামাল যে হ্যাটটি পরেছিলেন, সেটিতে ‘৮০৪’ লেখা ছিল, যা পাকিস্তানের প্রেক্ষাপটে সরাসরি ইমরান খানের সঙ্গে সম্পর্কিত। ২০২৩ সালের মে মাস থেকে ইমরান কারাগারে আছেন। এ বছরের জানুয়ারিতে একটি দুর্নীতি মামলায় তাঁর ১৪ বছরের সাজা হয়েছে।

আরও পড়ুন

জামালের পাশাপাশি পিসিবি আরও সাত ক্রিকেটারকে জরিমানা করেছে। এর মধ্যে তিনজন ক্রিকেটারের জরিমানা হয়েছে পাঁচ লাখ পাকিস্তানি রুপি করে। নাম প্রকাশ না করা ওই তিন ক্রিকেটার নভেম্বরে পাকিস্তান দলের অস্ট্রেলিয়া সফরে রাতে টিম হোটেলে দেরিতে ফিরেছিলেন। এ ছাড়া বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরের সময় অনিয়মের দায়ে জরিমানা হয়েছে সালমান আলী আগা, সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক ও আব্বাস আফ্রিদির।

সালমান সম্প্রতি পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছেন। আগামীকাল তাঁর নেতৃত্বে পাকিস্তান দল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে।

পিসিবি সূত্র জিও নিউজকে জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘন ও জরিমানা বিষয়গুলো বোর্ড অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখে, যা ক্রিকেটারদের সম্মানহানির কথা চিন্তা করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না। তবে আট ক্রিকেটারের জরিমানার খবর সামনে এসেছে এমন সময়ে, যখন পাকিস্তান ক্রিকেট দল চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার কারণে সমালোচনার মধ্যে আছে।

সম্প্রতি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফিতে দুই ম্যাচ মাঠে নেমে একটিতেও জিততে পারেনি পাকিস্তান দল।

আরও পড়ুন