২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কোহলিকে ‘আনফলো’ করে জবাব দিলেন সৌরভ

বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলীছবি: টুইটার

বিরাট কোহলির সঙ্গে সৌরভ গাঙ্গুলীর সম্পর্কটা এখন দা-কুমড়ো। সেটি বোঝা যাচ্ছে দুটি ঘটনায়। আইপিএলে শনিবার বেঙ্গালুরু-দিল্লি ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের শুভেচ্ছা বিনিময়ে কোহলিকে এড়িয়েছেন সৌরভ।

কোহলি আগেই ইনস্টাগ্রামে সৌরভকে ‘আনফলো’ করেছেন। ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই প্রধান ‘আনফলোড’ হয়েও কোহলিকে ফলো করে চলছিলেন। এবার পাল্টা দিলেন সৌরভ। কোহলিকে ‘আনফলো’ করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

সৌরভ বিসিসিআই প্রধান থাকার সময়ই দুজনের সম্পর্কে অবনতি ঘটে। কোহলি নিজের ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পেছনে দায়ী করেন সৌরভকে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দেন কোহলি। এর কিছুদিন পর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কোহলিকে ওয়ানডের নেতৃত্ব থেকেও সরিয়ে দেয়।

সৌরভ সে সময় বলেছিলেন, বিসিসিআই কোহলিকে ওয়ানডে অধিনায়কত্ব না ছাড়তে অনুরোধ করেছিল। কিন্তু তিনি সেটি মানেননি। ফলে নির্বাচকেরা সাদা বলের ক্রিকেটেই আর কোহলিকে অধিনায়ক না রাখার সিদ্ধান্ত নেন। তবে এর উত্তর কোহলি দিয়েছিলেন। বলেছিলেন, বিসিসিআই নাকি তাঁর সঙ্গে কথা না বলেই ওয়ানডে অধিনায়কত্ব থেকে তাঁকে সরিয়ে দিয়েছে।

অনেকটা অভিমান করেই ২০২২ সালের জানুয়ারিতে টেস্টের অধিনায়কত্বও স্বেচ্ছায় ছেড়ে দেন কোহলি। গত বছরের অক্টোবরে বিসিসিআই প্রধানের চেয়ার থেকে সরিয়ে দেওয়া হয় সৌরভকেও।

কোহলিকে সৌরভের ‘এড়িয়ে যাওয়ার’ দৃশ্য ব্যাপকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এক দিন পর ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দিল্লি-বেঙ্গালুরু ম্যাচের আগের দিন পর্যন্ত ইনস্টাগ্রামে কোহলির ‘ফলোড’ তালিকায় ছিলেন সৌরভ।

কিন্তু রোববার দেখা গেছে, তালিকায় সাবেক বিসিসিআই সভাপতি আর নেই। যদিও সৌরভের ইনস্টাগ্রাম ‘ফলো’ তালিকায় আগের মতোই বহাল ছিলেন কোহলি। কিন্তু সৌরভও ‘আনফলো’ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেল।

আরও পড়ুন