বিসিবি পরিচালকদের পদত্যাগ দাবি বিরোধীপক্ষের

বিরোধীপক্ষের ক্রিকেট সংগঠকেরা আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়ে বিসিবির বর্তমান কমিটির সদস্যদের পদত্যাগ দাবি করেনছবি: শামসুল হক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার ইস্তফার পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হাওয়া বদলে গেছে। বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি নাজমুল হাসানসহ ২৫ পরিচালকের বেশির ভাগ আত্মগোপনে।

ওদিকে বিরোধীপক্ষের সংগঠকেরা প্রায় প্রতিদিনই বিসিবিতে আসছেন, মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন। আজও বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে ক্রিকেট সংগঠকদের একটি দল বিসিবিতে এসেছে। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর কাছে মৌখিকভাবে বর্তমান পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবি জানিয়েছে।

এ ব্যাপারে রফিকুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেছেন, ‘এখন অনেক পরিচালকই দেশে নেই। তাঁরা অনেকেই পালিয়েছেন। যাঁরা আছেন, তাঁরা পদত্যাগ করলেই হয়ে যায়। পরপর তিনটি বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকলেই সেই পরিচালকের পদ শূন্য হয়ে যায়। কোরাম–সংকট আছে। তাঁরা সংবিধান মেনে পদত্যাগ করলেই সহজ হয়ে যায়। আমরা আইসিসির নিয়ম ভাঙতে চাই না। আমরা আইনের মধ্যে থেকেই পদত্যাগ দাবি করছি।’

বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু
ছবি: শামসুল হক

ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক ও ম্যাচ রেফারি দেবব্রত পাল বলেন, ‘ক্রিকেট ভদ্রলোকের খেলা। সবকিছু ভদ্রভাবে হওয়া উচিত। আজকে হয়তো সময় এসেছে অনেক কিছু বলার। কিন্তু আমরা আসলে বলতে চাই না...গত দুই যুগে বাংলাদেশের ক্রিকেট যেই জায়গায় যাওয়ার কথা ছিল, আমরা ওই জায়গায় যাইনি। অনেক পিছিয়েছি।’

আরও পড়ুন