দুই দলের জন্যই ম্যাচটি ছিল এবারের আইপিএলে প্রথম জয়ের স্বাদ পাওয়ার। আহমেদাবাদে মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে সেই স্বাদ পেয়েছে গুজরাট টাইটানস। শুবমান গিলের দল ৩৬ রানে হারিয়ে হার্দিক পান্ডিয়ার মুম্বাইকে।
২০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান তুলেছিল গিলের গুজরাট। রান তাড়ায় মুম্বাইয়ে করতে পারে ৬ উইকেটে ১৬০ রান।
রান তাড়ায় মুম্বাইয়ের হয়ে যা একটু লড়েছেন তিলক বর্মা ও সূর্যকুমার যাদব। প্রথম ওভারে ৮ রানে ওপেনার রোহিত শর্মাকে (৮) হারায় মুম্বাই। দ্বিতীয় ও তৃতীয় বলে রোহিত টানা দুই চার মারার পর চতুর্থ বলে বোল্ড করে প্রতিশোধ নেন মোহাম্মদ সিরাজ।
এরপর উইকেটে গিয়েই মারতে শুরু করেন তিলক। রায়ান রিকেলটনকে নিয়ে দ্বিতীয় উইকেটে ২৭ রান যোগ করেন তিলক, এর ১৮-ই ছিল তাঁর। দক্ষিণ আফ্রিকান রিকেলটনকেও বোল্ড করে সিরাজ দ্বিতীয় উইকেট পাওয়ার পর সূর্যকুমার যাদবকে নিয়ে তৃতীয় উইকেটে ৪২ বলে ৬২ রান যোগ করেন তিলক। তবে এই জুটিতে নিষ্প্রভই ছিলেন তিলক, করেন ২২ বলে ২১ রান।
১২তম ওভারে তিলককে (৩৬ বলে ৩৯) প্রসিধ কৃষ্ণা ও পরের ওভারে বাঁহাতি স্পিনার সাই কিশোর রবিন মিঞ্জকে ফিরিয়ে ধাক্কা দেন মুম্বাইকে। এরপর সূর্যকুমার (২৮ বলে ৪৮) ও হার্দিক পান্ডিয়াও (১৭ বলে ১১) বিদায় নিলে ম্যাচ থেকে পুরোপুরিই ছিটকে পড়ে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই।
এর আগে গুজরাট শুরু করে তেড়েফুঁড়ে। সাই সুদর্শন ও শুবমান গিল ৮.৩ ওভারেই এনে দেন ৭৮ রান। অধিনায়ক গিল ২৭ বলে করেছেন ৩৮ রান। এই রান করার পথেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলে ১ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন গিল। মাইলফলকটা ছুঁতে মাত্র ২০ ইনিংসই লেগেছে গিলের। আইপিএলে এক ভেন্যুতে হাজার রান করা যা দ্বিতীয় দ্রুততম। দ্রুততম ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিয়ান তারকা বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ১৯ ইনিংসেই ছুঁয়েছিলেন হাজার রান।
প্রথম ব্যাটসম্যান হিসেবে গিলের বিদায়ের পর জস বাটলারকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫১ রান যোগ করেন সুদর্শন। এই রানের ৩৮-ই অবশ্য করেন বাটলার। ২৪ বলে ৩৯ রান করে আফগান রহস্য স্পিনার মুজিব উর রেহমানের বলে উইকেটকিপার রায়ান রিকেলটনকে ক্যাচ দিয়ে যখন ফেরেন ইংল্যান্ড ব্যাটসম্যান, ১৩.৫ ওভারে গুজরাটের স্কোর ১২৯/২।
৪১ বলে ইনিংস সর্বোচ্চ ৬৩ রান করে সুদর্শন ফেরেন ১৮তম ওভারের শেষ বলে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে দলকে ১৭৯ রানে রেখে। পরের ওভারের প্রথম দুই বলেও উইকেট হারানো গুজরাট শেষ দুই ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৭ রান।