ভারতের বিপক্ষে কি বল টেম্পারিংয়ের অভিযোগ তুললেন ইনজামাম

দারুণ বোলিং করছেন অর্শদীপ ও বুমরাএএফপি

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত দল ভারত। গ্রুপ পর্বে পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার এইটে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষেও জিতেছে ভারত।

স্বাভাবিকভাবেই তাতে সেমিফাইনালেও উঠেছে রোহিত শর্মার দল। তবে সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ভারতের পেসার অর্শদীপ সিং কীভাবে রিভার্স সুইং পেয়েছেন, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম–উল–হক।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর ডিজিটালকে ইনজামাম বলেছেন, ‘১৫তম ওভারে অর্শদীপ সিং রিভার্স সুইং পাচ্ছিল। বলটা তুলনামূলক নতুন ছিল, রিভার্স কি একটু আগেই পাচ্ছিল না? এর মানে বল ১২-১৩ ওভারেও রিভার্স সুইং পাওয়ার মতো অবস্থায় ছিল। যখন সে বোলিংয়ে এল, রিভার্স হয়েছে। আম্পায়ারদের চোখ খোলা রাখা উচিত।’

মূলত সে ম্যাচে অর্শদীপ বোলিংয়ে এসেছিলেন ম্যাচের ১৬তম ওভারে। তখন অস্ট্রেলিয়ার সমীকরণ ছিল এমন—৩০ বলে ৬৫ রান। ক্রিজে ছিলেন ৭৩ রানে ব্যাটিং করা ট্রাভিস হেড। এরপরও সেই ওভারে মাত্র ৭ রান হয়। তার মধ্যে অতিরিক্ত থেকেই এসেছে ৪ রান। স্পষ্টই দেখা গেছে, রিভার্স সুইং খেলতে সমস্যা হচ্ছিল হেড ও অন্য প্রান্তে থাকা টিম ডেভিডের।

আরও পড়ুন

পাকিস্তান কিংবদন্তির কথার সুরে অন্য রকম কিছুর ইঙ্গিত পাওয়া যায়। বল টেম্পারিংয়ের ব্যাপারটি সরাসরি না বললেও ইনজামাম বুঝিয়ে দিয়েছেন এভাবে, ‘পাকিস্তানি কোনো বোলার এমন করলে এ নিয়ে অনেক কথা হতো। আমরা রিভার্স সুইং সম্পর্কে ভালো জানি। ১৫তম ওভারে যদি অর্শদীপের বলে রিভার্স হয়, এর মানে হচ্ছে বলে গুরুতর কোনো কাজ করা হয়েছে। অ্যাকশনের কারণে যশপ্রীত বুমরা রিভার্স সুইং আদায় করতে পারেন। তবে কিছু বোলারের জন্য রিভার্স আদায় করতে হলে বলে কাজ করতে হয়।’

অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছিল ভারত
এএফপি

একই অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান সেলিম মালিক। তিনি বলেছেন, ‘কিছু দলের বিপক্ষে তাদের (আম্পায়ার) চোখ সব সময় বন্ধ থাকে। ভারত সেসব দলের মধ্যে একটি। আশপাশের ফিল্ডারদের চেক করো, রিভার্স সুইং পাওয়ার সময় আমি ইনজিকে এ কথা বলে হাসছিলাম।’ তবে ইনজামাম পরে এ কথাও বলেছেন, ‘উইকেট কঠিন, রুক্ষ ছিল, হতে পারে এ কারণে রিভার্স সুইংয়ের জন্য বল তৈরি হয়ে গেছে।’

আরও পড়ুন