সিনিয়ররা বিশ্রামে, বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড দলে তিন নতুন মুখ

সিনিয়র বেশ কয়েকজন ক্রিকেটারকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামে দিয়েছে নিউজিল্যান্ডফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য অভিষেকের অপেক্ষায় থাকা তিনজনকে নিয়ে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। টম ল্যাথামকে অধিনায়ক করে দেওয়া ১৩ সদস্যের দলে নেই বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। কেইন উইলিয়ামসন, টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ে—ব্যস্ত সূচির কথা ভেবে সবাইকে বিশ্রাম দেওয়া হয়েছে।

চোটের কারণে বিবেচনা করা হয়নি মাইকেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, জেমস নিশাম, বেন লিস্টার ও হেনরি শিপলিকে। নিজেকে সরিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্ট।

দলে সুযোগ পেয়েছেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার জশ ক্লার্কসন, ২২ বছর বয়সী পেসার উইল ও’রুর্কে ও ২১ বছর বয়সী লেগ স্পিনার আদি অশোক। তাঁদের মধ্যে অশোকের টি-টোয়েন্টি অভিষেক হয়েছে। বাকিরা এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। তিনজনই নিউজিলিয়ান্ডের হয়ে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলেছেন।  

দলে ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার জশ ক্লার্কসন
নিউজিল্যান্ড ক্রিকেট

যদিও অশোককে দলে নেওয়া হয়েছে শেষ দুই ম্যাচের জন্য। দলের মূল লেগ স্পিনার ইশ সোধি টি-টোয়েন্টির ঠাসা সূচির আগে এক ম্যাচ পর বিশ্রামে যাবেন। সব মিলিয়ে অধিনায়ক ল্যাথামসহ বিশ্বকাপের দলের সাতজন আছেন এ সিরিজের দলে।

নিউজিল্যান্ডের নির্বাচক স্যাম ওয়েলস দল নির্বাচন প্রসঙ্গে বলেছেন, ‘চলমান টেস্ট সিরিজ এবং এর আগে সেপ্টেম্বরে ওয়ানডে সিরিজেই আমরা দেখেছি, বাংলাদেশ মানসম্পন্ন আন্তর্জাতিক দল। ফিরতি সফরে তারা কঠিন চ্যালেঞ্জ জানাবে, তা আমরা জানি।’

আরও পড়ুন

ব্যস্ত সূচির পর নতুন কয়েকজনকে দেখার দারুণ সুযোগ বলেও মনে করেন ওয়েলস। ক্লার্কসনকে নিয়ে তিনি বলেছেন, ‘এখনো তরুণ থাকার পরও স্ট্যাগসের (ঘরোয়া দল) ১৫০টির ওপর ম্যাচ খেলেছে সে। ব্যাট ও বলে নিজের স্কিলের উন্নতি করেছে ধারাবাহিক পারফর্মার হয়ে উঠতে।’

তবে অশোক ও ও’রুর্কে ঘরোয়া ক্রিকেটে এখনো নতুন হলেও অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে ভালো পারফর্ম করেছেন বলেও জানিয়েছেন ওয়েলস।

১৭ ডিসেম্বর ডানেডিনে প্রথম ওয়ানডে। ২০ ও ২৩ ডিসেম্বর সিরিজের শেষ দুটি ম্যাচ নেলসন ও নেপিয়ারে।

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল
টম ল্যাথাম (অধিনায়ক), আদি অশোক (দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের জন্য), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রুর্কে, রাচিন রবীন্দ্র, ইশ সোধি (প্রথম ম্যাচের জন্য), উইল ইয়াং।