সরাসরি

চেন্নাই টেস্ট

প্রথম দিন শেষে ভারতের রান ৬ উইকেটে ৩৩৯

  • ৩৩৯ রানে দিন শেষ করল ভারত
  • ঘরের মাঠে টেস্টে টানা দ্বিতীয় সেঞ্চুরি অশ্বিনের
  • তিন শর ঘরে ভারত
  • টেন্ডুলকার–জহিরও পেছনে
  • অশ্বিনের পর ফিফটি জাদেজারও
  • সৌরভ–যোশীকে মনে করালেন অশ্বিন–জাদেজা
  • অশ্বিন–জাদেজা জুটির সেঞ্চুরি
  • অশ্বিনের ফিফটি
  • ভারতের দুই শ
  • দুই সেশনেও সাকিব নেই!
  • চা বিরতির আগে আরও ৩ উইকেট নিল বাংলাদেশ
  • তামিমের কথা ফলিয়ে রাহুলকে আউট করলেন মিরাজ
  • নাহিদের শিকার জয়সোয়াল
  • জয়সোয়াল একাই ফিফটি, এক শও হবে কি
  • ‘বাংলাদেশ, বাংলাদেশ, চুপ! চুপ!’
  • চলছে হাসান ‘শো’, এবার শিকার পন্ত
  • প্রথম সেশন বাংলাদেশের
  • বেঁচে গেলেন পন্ত, ক্যাচ মিস!
  • ১০০ মিনিটের মাথায় বোলিংয়ে স্পিনার
  • আক্রমণে নাহিদ রানা
  • কোহলিও আউট, হাসানকে খেলতে পারছে না ভারত
  • হাসানে হাসছে বাংলাদেশ
  • ধারাভাষ্যকক্ষে তামিম ইকবাল
  • রোহিত ক নাজমুল ব হাসান
  • বাউন্সে শুরু...
  • চেন্নাইয়ে ৪২ বছর আগের স্মৃতি ফেরালেন নাজমুল
  • টস
  • কেমন হতে পারে চেন্নাইয়ের উইকেট
  • স্বাগতম!
১১: ৩৩

৩৩৯ রানে দিন শেষ করল ভারত

৩২ ওভারে ১৬৩ রান—দিনের তৃতীয় ও শেষ সেশনে এই রান যোগ হয়েছে ভারতের। হারায়নি কোনো উইকেট।

শেষ সেশনে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ে ভারত চেন্নাই টেস্টের প্রথম দিন শেষ করেছে ৬ উইকেটে ৩৩৯ রানে। অশ্বিন ১০২, জাদেজা ৮৬ রানে অপরাজিত। দুজনের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে ভারত পেয়েছে ১৯৫ রান। যা বাংলাদেশের বিপক্ষে ভারতের সপ্তম উইকেট বা তার পরের জুটির সর্বোচ্চ তো বটেই, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে যে কোনো দলেরই সপ্তম উইকেটে সর্বোচ্চ।

দিনের প্রথম দুই সেশনে পতন হওয়া ভারতের ৬ উইকেটের মধ্যে ৪টি নিয়েছেন হাসান মাহমুদ, ১টি করে নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ।

১১: ২৭

ঘরের মাঠে টেস্টে টানা দ্বিতীয় সেঞ্চুরি অশ্বিনের

২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে সেঞ্চুরি পেয়েছিলেন অশ্বিন। ৩ বছর ঘরের মাঠে আবার টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি পেয়ে গেলেন ভারতীয় অলরাউন্ডার। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটি করে অশ্বিন অপরাজিত ১০১ রানে, সঙ্গী রবীন্দ্র জাদেজা ব্যাট করছেন ৮৩ রানে। ভারত করেছে ৬ উইকেটে ৩৩৫ রান

১১: ০৩

তিন শর ঘরে ভারত

মেহেদী হাসান মিরাজের বল সামনে এগিয়ে এসে মিড উইকেট দিয়ে ওড়ালেন রবিচন্দ্রন অশ্বিন। বল বাউন্ডারি পেরিয়ে হলো ছক্কা, ভারতের স্কোরবোর্ড পৌঁছে গেল ৩০০–এর ঘরে।

১৪৪ রানে ষষ্ঠ উইকেট পতনের ভারতকে টেনে নিচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন–রবীন্দ্র জাদেজা। দুজনই এরই মধ্যে ফিফটি তুলে নিয়েছেন।

৭৩ ওভার শেষে ভারতের রান ৬ উইকেটে ৩০৩। অশ্বিন ৮৮, জাদেজা ৬৫ রানে ব্যাট করছেন।

১০: ৪৫

টেন্ডুলকার–জহিরও পেছনে

১৩৩

২০০৪ সালে ঢাকায় ভারতের হয়ে দশম উইকেটে ১৩৩ রান যোগ করেছিলেন শচীন টেন্ডুলকার–জহির খান। সেটিই ছিল সপ্তম বা এর পরে বাংলাদেশের বিপক্ষে ভারতের সর্বোচ্চ রানের জুটি। আজ অশ্বিন–জাদেজারা তা টপকে গেছেন।

১০: ৩৪

অশ্বিনের পর ফিফটি জাদেজারও

৭৩ বলে ২১তম টেস্ট ফিফটি পূর্ণ করেছেন রবীন্দ্র জাদেজা
এএফপি

রবিচন্দ্রন অশ্বিনের পর ফিফটি করলেন রবীন্দ্র জাদেজাও। পার্থক্য হচ্ছে, পরে নামা অশ্বিন কিছুটা আক্রমণাত্মক মেজাজে খেলে ৫৮ বলে পঞ্চাশ পূর্ণ করলেও জাদেজা খেলেছেন দেখেশুনে, ফিফটিতে পৌঁছেছেন ৭৩ বলে। এটি তাঁর ২১তম টেস্ট ফিফটি

৬৮ ওভার ব্যাট করে ভারতের প্রথম ইনিংসের সংগ্রহ ৬ উইকেটে ২৭৫। জাদেজা ৫১, অশ্বিন ৭৫ রানে ব্যাট করছেন।

১০: ২৯

সৌরভ–যোশীকে মনে করালেন অশ্বিন–জাদেজা

অশ্বিন–জাদেজা জুটি ভারতকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায়
এএফপি

বাংলাদেশের বিপক্ষে টেস্টে সপ্তম উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েছেন রবীন্দ্র জাদেজা–রবিচন্দ্রন অশ্বিন। 

২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে সপ্তম উইকেটে ১২১ রান যোগ করেছিলেন সৌরভ গাঙ্গুলী ও সুনীল যোশী। ২৪ বছর পর আজ সেই রান পেরিয়ে গেছেন অশ্বিন–জাদেজা। ভারতের প্রথম ইনিংসের ৬৬ ওভার পর্যন্ত দুজনের জুটিতে উঠেছে ১২৫ রান।

ভারতের রান ৬ উইকেটে ২৬৯। অশ্বিন ৭২, জাদেজা ৪৮ রানে ব্যাট করছেন।

১০: ১০

অশ্বিন–জাদেজা জুটির সেঞ্চুরি

১৪৪ রানেই ৬ উইকেট হারিয়েছিল ভারত। সেখান থেকে দলটির স্কোর আড়াই শ পার করিয়ে ফেলেছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। দুজনের সপ্তম উইকেট জুটি এরই মধ্যে শত রানের বেশি যোগ করেছে।

৬২ ওভারে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ২৫৪। অশ্বিন ৬৩, জাদেজা ৪২ রানে অপরাজিত।

১০: ০০

অশ্বিনের ফিফটি

৫৮ বলে ফিফটি পূর্ণ করেন রবিচন্দ্রন অশ্বিন
এএফপি

চেন্নাই তাঁর ঘরের মাঠ। আর নিজের মাঠে দলের জন্য সবচেয়ে দরকারি সময়টাতেই ফিফটি করলেন রবিচন্দ্রন অশ্বিন। ১৪৪ রানে ষষ্ঠ উইকেট পতনের পর মাঠে নামা এই ডানহাতি ৫৮ বলে পঞ্চাশ ছুঁয়েছেন। ৬টি চার ও ১টি ছয়ে সাজানো এই ফিফটি তাঁর টেস্ট ক্যারিয়ারের ১৫তম।

ভারতের রান ৬০ ওভার শেষে ৬ উইকেটে ২৩৮। অশ্বিন ৫৪, জাদেজা ৩৫ রানে ব্যাট করছেন।

০৯: ২৮

ভারতের দুই শ

প্রথম দিনে প্রথমবারের মতো আক্রমণে এলেন সাকিব এবং তাঁর ওভারেই প্রথম ইনিংসে দলীয় সংগ্রহ দুই শ পার করল ভারত। ৫৩তম ওভারে সাকিবের প্রথম বলে চার মেরে দুই শ পার করেন জাদেজা। এক বল পর সাকিবকে ছক্কাও মারেন অশ্বিন। প্রথম ওভারটি ভালো হলো না সাকিবের। ১১ রান দিয়েছেন।

ভারত প্রথম ইনিংস: ৫৩ ওভারে ৬ উইকেটে ২০৮।

সপ্তম উইকেটে ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন অশ্বিন ও জাদেজা।

০৯: ০৮

দুই সেশনেও সাকিব নেই!

প্রথম সেশন ও দ্বিতীয় সেশনেও বোলিংয়ে আনা হয়নি সাকিব আল হাসানকে। আজ টেস্টের প্রথম দিনের শেষ সেশনে কি বোলিং করতে দেখা যাবে বাঁহাতি এই স্পিনারকে? উত্তরটি শুধু বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনই জানেন।

নাজমুল এখন পর্যন্ত চার বোলার ব্যবহার করেছেন। এর মধ্যে তিন পেসারকে দিয়ে বোলিং করিয়েছেন, সঙ্গে ছিলেন স্পিনার মিরাজ। তাসকিন ১৪ ওভার, নাহিদ ১১ ওভার ও হাসান ১৩ ওভার বোলিং করেছেন।

ধারাভাষ্যকার দিনেশ কার্তিক বলছিলেন, চেন্নাইয়ে গরমের মধ্যে পেসারদের দিয়ে বেশি বোলিং করালে তাঁরা দ্রুত ক্লান্ত হয়ে পড়তে পারেন।

তৃতীয় সেশনের খেলা শুরু হয়েছে।

ভারত প্রথম ইনিংস: ৪৯ ওভারে ৬ উইকেটে ১৭৮।

০৮: ৪৭

চা বিরতির আগে আরও ৩ উইকেট নিল বাংলাদেশ

প্রথম সেশনে ভারতের ৩ উইকেট নিয়ে মধ্যাহৃভোজের বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে স্বাগতিকদের আরও ৩টি উইকেট নিয়ে চা বিরতিতে গিয়েছে নাজমুল হোসেনের দল। দুই সেশন মিলিয়ে মোট ৬ উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলেছে বাংলাদেশ। চা বিরতির আগে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১৭৬। দ্বিতীয় সেশনে ২৫ ওভারের খেলা হয়েছে।

প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও উইকেট শিকারের শুরুটা করেছিলেন হাসান মাহমুদ। ঋষভ পন্তকে তুলে নেন দ্বিতীয় সেশনের শুরুতেই। এরপর ৪২তম ওভারে পথের কাঁটা হয়ে থাকা জয়সোয়ালকে ১৪৮ কিমি গতির এক ডেলিভারিতে স্লিপে ক্যাচে পরিণত করেন নাহিদ রানা। ঠিক এর ৪ বল পরই লোকেশ রাহুলকে তুলে নেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেটে ৩৪ বলে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে চা বিরতিতে গিয়েছেন রবিন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। ২১ রানে অপরাজিত অশ্বিন। ৭ রানে অন্য প্রান্ত ধরে রেখেছেন জাদেজা।

লোকেশ রাহুলকে আউট করে মিরাজের উদ্‌যাপন
এএফপি
০৮: ১৮

তামিমের কথা ফলিয়ে রাহুলকে আউট করলেন মিরাজ

ধারাভাষ্যকক্ষে তামিম ইকবাল বলছিলেন, স্পিনারদের কাছ থেকে উইকেট প্রয়োজন বাংলাদেশের। তখন বোলিং করছিলেন মেহেদী হাসান মিরাজ। তামিমের মুখের কথা মুখে থাকতেই ৪৩তম ওভারে তৃতীয় বলে শর্ট লেগে রাহুলকে জাকির হাসানের ক্যাচে পরিণত করেন এই স্পিনার।

৫ বলের ব্যবধানে ২ উইকেট নিয়ে ভারতকে আবারও চাপে ফেলল বাংলাদেশ। ক্রিজে রবীন্দ্র জাদেজার সঙ্গী রবিচন্দ্রন অশ্বিন।

ভারত প্রথম ইনিংস: ৪২.৪ ওভারে ৬ উইকেটে ১৪৫।

০৮: ১৫

নাহিদের শিকার জয়সোয়াল

ধারাভাষ্যকার রবি শাস্ত্রী বললেন, উইকেটটি ‘ডিজার্ভ’ করেন নাহিদ রানা।

বেশ কয়েকবার জয়সোয়ালকে বিপদে ফেলেও আউট করতে পারেননি। ৪২তম ওভারে ভাগ্য সহায় হলো তাঁর। ১৪৮ কিলোমিটার গতির বলটি জয়সোয়ালের ব্যাটের কানা নিয়ে স্লিপে সাদমানের হাতে জমা পড়েছে। ১১৮ বলে ৫৬ রানে আউট হলেন জয়সোয়াল।

ভারত প্রথম ইনিংস: ৪২ ওভারে ৫ উইকেটে ১৪৪। ক্রিজে লোকেশ রাহুলের নতুন সঙ্গী রবীন্দ্র জাদেজা।

অভিষেকের পর থেকে ঘরের মাঠে টানা ৬ টেস্টে ন্যূনতম ৫০ রানের ইনিংস খেললেন জয়সোয়াল। ভারতের ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় জয়সোয়ালই শীর্ষে।
০৭: ৪৪

জয়সোয়াল একাই ফিফটি, এক শও হবে কি

সকালের সেশনে ভারতের টপ অর্ডার হাসান মাহমুদের সামনে ভুগলেও ওপেনার যশস্বী জয়সোয়ালকে নড়বড়ে মনে হয়নি। টেস্টের ধ্রুপদী ব্যাটিংয়েই দ্বিতীয় সেশনে ৩৫তম ওভারে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

টেস্টে এটি তাঁর পঞ্চম ফিফটি। ৯৫ বলে ফিফটি তুলে নিলেন তিনি।

ভারত প্রথম ইনিংস: ৩৬ ওভারে ৪ উইকেটে ১৩৩।

০৭: ০৭

‘বাংলাদেশ, বাংলাদেশ, চুপ! চুপ!’

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে গ্যালারির অবস্থা জানিয়েছেন সেখানে অবস্থান করা প্রথম আলোর প্রতিনিধি মোহাম্মদ জুবাইর।

ভারত প্রথম ইনিংসে এর মধ্যে ১০০ পার করেছে। ২৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১০৩।

আরও পড়ুন
০৬: ৫৭

চলছে হাসান ‘শো’, এবার শিকার পন্ত

সকালের সেশনে আউট করেছিলেন রোহিত শর্মা, শুবমান গিল ও বিরাট কোহলিকে। এরপর দ্বিতীয় সেশনের তৃতীয় ওভারে তুলে নিলেন ঋষভ পন্তকে। হাসান মাহমুদ ‘শো’ চলছেই!

২৬তম ওভারে হাসানের অফ স্টাম্পের বাইরের বলে আলসে কাট করতে গিয়ে উইকেটকিপার লিটনকে ক্যাচ দেন পন্ত (৩৯)। ক্রিজে জয়সোয়ালের নতুন সঙ্গী লোকেশ রাহুল।

ভারত প্রথম ইনিংস: ২৫ ওভারে ৪ উইকেটে ৯৬।

আরও পড়ুন
০৬: ০৪

প্রথম সেশন বাংলাদেশের

প্রথম সেশনে ২৩ ওভারে ৩ উইকেটে ৮৮ রান তুলেছে ভারত। ক্রিজে অপরাজিত যশস্বী জয়সোয়াল ও ঋষভ পন্ত। চতুর্থ উইকেটে দুজন অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটি গড়েছেন। বাংলাদেশের হয়ে এই সেশনে ৩ উইকেট নিয়েছেন পেসার হাসান মাহমুদ। রোহিত শর্মা, শুবমান গিল ও বিরাট কোহলি আউট করে ভারতকে চাপে ফেলেছিলেন তিনি। পন্ত ও জয়সোয়ালে চাপ কাটিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছে ভারত।

দুর্দান্ত হাসান মাহমুদ। এই কন্ডিশনের জন্য আদর্শ বোলার। সঠিক গতি ও দুই দিকেই সুইং করাতে পারেন। কতক্ষণ সে নিজের ঝাঁজ দেখাতে পারে, সেটাই দেখার বিষয়।
হার্শা ভোগলে, ভারতীয় ধারাভাষ্যকার
চতুর্থ উইকেটে ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন যশস্বী জয়সোয়াল ও ঋষভ পন্ত
বিসিসিআই
০৫: ৫৮

বেঁচে গেলেন পন্ত, ক্যাচ মিস!

তাসকিন আহমেদ খুশি হতে পারেননি।

২২তম ওভারে তাঁর ক্রস সিম ডেলিভারিটি ঋষভ পন্তের ব্যাটের কানা ছুঁয়ে স্লিপে দাঁড়ানো সাদমান ইসলামের হাতের পাশ দিয়ে বেরিয়ে গেল! সাদমানের রিফ্লেক্সে দেরি হয়েছে। বলটা বেশ নিচু হয়ে এলেও আন্তর্জাতিক ক্রিকেটে এগুলো রেগুলেশন ক্যাচ। ক্যাচটি মিস হওয়ার পর তাসকিনের মুখে তাকানো যাচ্ছিল না!

ভারত প্রথম ইনিংস: ২২ ওভারে ৩ উইকেটে ৮৬।

১৫
২০০৯ সালে  শ্রীলঙ্কার পেসার চানাকা ভেলেদেগেরার পর এই প্রথম কোনো টেস্টের প্রথম ইনিংসে প্রথম ১০ ওভারের মধ্যে ভারতের ন্যূনতম তিন ব্যাটসম্যানকে আউট করলেন হাসান মাহমুদ।
০৫: ৪৭

১০০ মিনিটের মাথায় বোলিংয়ে স্পিনার

চেন্নাই টেস্টের প্রথম দিনে খেলার ১০০ মিনিটের মাথায় আক্রমণে স্পিনার নিয়ে এলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান। পাকিস্তানে সিরিজসেরা মেহেদী হাসান মিরাজ অবশ্য তাঁর প্রথম ওভারেই দুটি চার হজম করেছেন।

ভারত প্রথম ইনিংস: ১৯ ওভার শেষে ৩ উইকেটে ৭৫। ৪২ রানের জুটি গড়েছেন পন্ত ও জয়সোয়াল।

০৫: ০১

আক্রমণে নাহিদ রানা

গ্যালারির দর্শকদের বাড়তি মনোযোগ পাবেন এখন এক পেসার। নাম তাঁর নাহিদ রানা। বাকিটা আপনার জানা। ১১তম ওভারে বোলিংয়ে তাঁকে নিয়ে এসেছেন অধিনায়ক নাজমুল।

প্রথম ওভারেই গতি ও বাউন্সে যথারীতি ব্যাটসম্যানদের আটকে রাখলেন নাহিদ। টেস্টে নাহিদ রানার গড় গতি ১৪০.৫।

অজানা কিছু থাকলে সেটাও জানিয়েছেন প্রথম আলোর প্রতিনিধি মোহাম্মদ জুবাইর। পড়তে পারেন আরও পড়ুনে।

পানি পানের বিরতি।

আরও পড়ুন
০৪: ৫৩

কোহলিও আউট, হাসানকে খেলতে পারছে না ভারত

ইনিংসের শুরুতে অফ স্টাম্পের বাইরের বলে বিরাট কোহলির দুর্বলতা নিয়ে গুঞ্জন আছে। সেই গুঞ্জনকে সত্যে পরিণত করলেন হাসান মাহমুদ। ১০ম ওভারে তাঁর অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার লিটনকে ক্যাচ দেন কোহলি। ৬ বলে ৬ রানে আউট হলেন কোহলি।

ক্রিজে জয়সোয়ালের নতুন সঙ্গী ঋষভ পন্ত।

ভারত প্রথম ইনিংস: ১০ ওভারে ৩ উইকেটে ৩৪ রান।

কোহলিকে ফেরানোর উচ্ছ্বাস বাংলাদেশের
এএফপি
০৪: ৪৪

হাসানে হাসছে বাংলাদেশ

অষ্টম ওভারে এই আউটটি একটু অদ্ভুত।

শুবমান গিলের পায়ের পাশ দিয়ে বলটি বেরিয়ে যাচ্ছিল। গিল ব্যাটে খেলার চেষ্টা করেছিলেন। তাঁর ব্যাটের কানা নিয়ে বল জমা পড়েছে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। টপ অর্ডার ব্যাটসম্যানের জন্য এমন আউট কষ্টের।

৮ বল খেলে ০ রানে ফিরলেন গিল এবং বিরাট কোহলি ক্রিজে আসা মাত্রই যথারীতি গর্জে উঠেছেন গ্যালারির দর্শকেরা।

ভারত প্রথম ইনিংস: ৮ ওভারে ২ উইকেটে ২৯।

সকালের সেশনে শুরুতেই উইকেট এনে দেন হাসান
বিসিসিআই
০৪: ৩৬

ধারাভাষ্যকক্ষে তামিম ইকবাল

ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী ধারাভাষ্যকক্ষে পরিচয় করিয়ে দিলেন তামিম ইকবালকে। জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশের এই ওপেনার চেন্নাই টেস্টে ধারাভাষ্য দিচ্ছেন।

ধারাভাষ্য দেওয়া তামিমের জন্য নতুন না।

০৪: ৩২

রোহিত ক নাজমুল ব হাসান

শুরু থেকেই হাসান মাহমুদের বল স্বস্তি নিয়ে খেলতে পারছিলেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা। একটু বেশি সাবধানী মনে হচ্ছিল। চতুর্থ ওভারে এলবিডব্লু হওয়া থেকে বেঁচেছেন। রিভিউ নিয়েও তাঁর উইকেটটি পায়নি বাংলাদেশ। কিন্তু ষষ্ঠ ওভারে রোহিতকে (১০ বলে ৬) তুলে নিলেন হাসান।

স্টাম্পের ভেতরে রাখা বল রোহিত একটু বেশি সাবধানে ডিফেন্স করতে গিয়ে পুরো ব্যাটে পাননি। ব্যাটের কানা নিয়ে বল জমা পড়ে প্রথম স্লিপে নাজমুলের হাতে। দারুণ টেস্ট ম্যাচসুলভ উইকেট!

ক্রিজে জয়সোয়ালের নতুন সঙ্গী শুবমান গিল।

ভারত প্রথম ইনিংস: ৬ ওভার শেষে ১ উইকেটে ১৪ রান।

আউট হয়ে ফিরছেন রোহিত
এএফপি
০৪: ১০

বাউন্সে শুরু...

প্রথম ওভারটি করলেন পেসার তাসকিন আহমেদ। যথেষ্ট বাউন্স পেয়েছেন উইকেট থেকে। চতুর্থ স্টাম্প বরাবর বল তুলতে পেরেছেন ব্যাটসম্যানের বুক সমান উচ্চতায়। অর্থাৎ সকালের সেশনে পেসারদের সাহায্য পাওয়ার ইঙ্গিত রয়েছে উইকেটে।

ভারতের দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও রোহিত শর্মা দেখেশুনে শুরু করেছেন। দ্বিতীয় ওভারে হাসান মাহমুদ আরেকটু সামনে বোলিং করায় বাউন্স না পেলেও সিম মুভমেন্ট পেয়েছেন একটি ডেলিভারিতে।

ভারত ২ ওভার শেষে বিনা উইকেটে ২ রান।

০৩: ৪৩

চেন্নাইয়ে ৪২ বছর আগের স্মৃতি ফেরালেন নাজমুল

চিদাম্বরম স্টেডিয়ামে এর আগে সর্বশেষ কোনো দল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ১৯৮২ সালে। ভারতের বিপক্ষে সেই টেস্টে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক কিথ ফ্লেচার। ম্যাচটি ড্র হয়েছিল।

ফ্লেচারের সেই সিদ্ধান্তের ৪২ বছর পর চিদাম্বরমে টস জিতে একই সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল। এই মাঠে ২১ ম্যাচ পর কোনো দল টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলো।

টসের সময় দুই দলের অধিনায়ক
এএফপি
০৩: ৪৩

ভারতের একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।

০৩: ৪৩

বাংলাদেশের একাদশ

জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

বাংলাদেশ দলে কোনো পরিবর্তন নেই। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও সর্বশেষ টেস্টের একাদশই খেলাচ্ছে বাংলাদেশ।

০৩: ৩১

টস

টস জিতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন টস জিতে বলেছেন, তিনি কন্ডিশন কাজে লাগাতে চান এবং উইকেটের ময়েশ্চারের ফায়দা তুলে নিতে চান।

পাকিস্তান সফরে সর্বশেষ টেস্টের মতো এই ম্যাচেও তিন পেসার ও দুজন স্পিন অলরাউন্ডার খেলাবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, তিন পেসার ও দুজন স্পিনার খেলাবেন তাঁরা।

০৩: ২৫

কেমন হতে পারে চেন্নাইয়ের উইকেট

ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলেছেন, চিদাম্বরম স্টেডিয়ামের উইকেটে অতিরিক্ত বাঁক থাকলে সেটা ভারতকেই বিপদে ফেলতে পারে। বাংলাদেশ দলে প্রতিপক্ষকে বিপদে ফেলার মতো স্পিনার ও পেসার আছেন। পেসার নাহিদ রানা এরই মধ্যে ভারতীয় ক্রিকেটে আলোচনার ঝড় তুলেছেন। মাত্র তিন টেস্ট খেলেই কোনো ফাস্ট বোলার এর আগে কবে এত আলোচিত হয়েছেন, তা একটা প্রশ্ন।

চিদাম্বরম স্টেডিয়ামের আবহাওয়া একটু ঠান্ডাভাবাপন্ন।
প্রথম আলো

চেন্নাই থেকে প্রথম আলোর প্রতিনিধি মোহাম্মদ জুবাইর জানিয়েছেন, চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট লাল মাটির, একটু ঘাসও আছে। আবহাওয়া একটু মেঘাচ্ছন্ন। গত কয়েকদিনের চেয়ে গরম কম। তবে সকাল ১০টার পর আবহাওয়া এমন নাও থাকতে পারে।

ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার দিনেশ কার্তিক জানিয়েছেন, চেন্নাইয়ে আজকের দিনটা অন্য সব সাধারণ দিনের মতো নয়। পরিবেশ একটু ঠান্ডা। ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা যা ৩৪ ডিগ্রিতেও উঠতে পারে।

কার্তিক আরও জানিয়েছেন, লাল মাটির উইকেটে বাউন্স ও বাঁক দুটোই থাকবে। উইকেটে একটু ময়েশ্চারও থাকবে তাই দিনের খেলার শুরুতে সাহায্য পাবেন পেসাররা।

০৩: ২৫

স্বাগতম!

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আজ দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ।

পাকিস্তানে টেস্ট সিরিজ জিতে আসা বাংলাদেশ দল এই ম্যাচে ভালো করায় আত্মবিশ্বাসী। ভারতের অধিনায়ক রোহিত শর্মাও বলেছেন, ভালো ক্রিকেট খেলতে চায় তাঁর দল।

প্রথম আলোর প্রতিনিধি মোহাম্মদ জুবাইর জানিয়েছেন, ভারতকে হারাতে এর চেয়ে ভালো মঞ্চ আর হয় না। চাইলে পরিসংখ্যানের আলোয় ভারত–বাংলাদেশ মুখোমুখি হওয়ার অতীত চিত্রও দেখে নিতে পারেন।