প্রশংসায় ভাসছেন ‘ফেরারি’ শামি

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন মোহাম্মদ শামিএএফপি

বিশ্বকাপের প্রথম চার ম্যাচে দর্শকের ভূমিকায় ছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। তবে তাঁর কপাল খুলেছে হার্দিক পান্ডিয়ার চোটে। অবশেষে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পান শামি। আর সুযোগ পেয়েই বল হাতে জ্বলে উঠেছেন এ পেসার। ১০ ওভারে ৫৫ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট

বল হাতে যখনই দলের প্রয়োজন হয়েছে এনে দিয়েছেন ব্রেকথ্রু। শুরুতে ফেরান উইল ইয়ংকে। এরপর রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেলের ১৫২ রানের জুটিটিও ভাঙেন শামি। ফেরান ৭৫ রান করা রাচিনকে। ১৩০ রান করা মিচেলও ফিরে যান শামির শিকার হয়ে। তার আগে ৪৮তম ওভারে অবশ্য মিচেল স্যান্টনার এবং ম্যাট হেনরিকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না হলেও কিউই ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙেছেন মূলত শামিই, যা ভারতীয় ব্যাটসম্যানদের জন্য লক্ষ্যটাকে নাগালের মধ্যেই রাখে।

আরও পড়ুন

কালকের ম্যাচসহ বিশ্বকাপে খেলা সর্বশেষ ৫ ম্যাচে শামি নিয়েছেন ১৯ উইকেট। দারুণ পারফরম্যান্সের কারণে ভারতের সাবেক ক্রিকেটারদের কাছে প্রশংসিত হচ্ছেন শামি। সাবেক ফাস্ট বোলার ইরফান পাঠান তো তাঁকে ফেরারির সঙ্গেই তুলনা করেছেন। বলেছেন, শামি যখনই সুযোগ পেয়েছেন, ফেরারির মতো একই রকম রোমাঞ্চ উপহার দিয়েছেন। শামির প্রশংসা করেছেন আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফও।

বিশ্বকাপে এবার প্রথম খেললেন শামি
রয়টার্স

শামিকে বিশ্বখ্যাত গাড়ির ব্র্যান্ড ফেরারির সঙ্গে তুলনা করে ইরফান বলেছেন, ‘মোহাম্মদ শামি ফেরারির মতো। যখনই তাকে আপনি গ্যারেজ থেকে বের করবেন, সে আপনাকে একই রকম গতিময় রোমাঞ্চ এবং আনন্দময় ভ্রমণ উপহার দেবে।’

আরও পড়ুন

আর শামিকে অনুপ্রেরণা উল্লেখ করে কাইফ বলেছেন, ‘মোহাম্মদ শামির কিংবদন্তি প্রতিটি বল, প্রতিটি ইনিংস এবং প্রতিটি ম্যাচের সঙ্গে বাড়ছে। শামি তুমি অনুপ্রাণিত করছ। ৫ উইকেটের জন্য শুভকামনা।’