২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

টি–টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত যুবরাজ

যুবরাজ সিংফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর ৩৬ দিন বাকি। এর আগে আইসিসি আজ ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুভেচ্ছাদূত ঘোষণা করেছে। ভারতের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রচারণামূলক অনেক অনুষ্ঠানে থাকবেন। যুবরাজ থাকবেন ৯ জুন নিউইয়র্কের ভারত–পাকিস্তান ম্যাচেও।

এর আগে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুভেচ্ছাদূত হিসেবে অলিম্পিকে আটটি সোনাজয়ী উসাইন বোল্ট ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিস গেইলের নাম ঘোষণা করেছিল।

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬ ছক্কা মেরেছিলেন যুবরাজ। ভারতকে শিরোপা জেতাতে রেখেছিলেন বড় ভূমিকা। ৫ ইনিংসে প্রায় ৩০ গড়ে রান করেছিলেন ১৪৮, স্ট্রাইক রেট ছিল ১৯৪.৭৩।

আইসিসির শুভেচ্ছাদূত হয়ে যুবরাজ বলেছেন, ‘৬ বলে ৬ ছক্কাসহ আমার মজার কিছু ক্রিকেট স্মৃতি এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। এবারের টুর্নামেন্ট যেটা হতে যাচ্ছে সবচেয়ে বড়, তার অংশ হতে পেরে রোমাঞ্চিত। ক্রিকেট খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত একটা জায়গা। যুক্তরাষ্ট্রেও ক্রিকেট সম্প্রসারিত হচ্ছে, বিশ্বকাপের মধ্য দিয়ে সেই সম্প্রসারণের অংশ হতে পেরে রোমাঞ্চিত।’

আরও পড়ুন

এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডেই দেখা হয়ে যাবে ভারত–পাকিস্তান। সেই ম্যাচ মাঠে বসে সরাসরিই দেখবেন যুবরাজ। ভারত-পাকিস্তান ম্যাচে নিজের উপস্থিতি প্রসঙ্গে যুবরাজ বলেছেন, ‘নিউইয়র্কের ভারত-পাকিস্তানের ম্যাচ এই বছর সবচেয়ে বড় ম্যাচের একটি। নতুন স্টেডিয়ামে বিশ্বের সেরা খেলোয়াড়দের দেখা, এর অংশ হওয়ার আমার জন্য সম্মানের।’

আইসিসির মার্কেটিং ও কমিউনিকেশন ম্যানেজার ক্লেয়ার ফুরলং বলেছেন, ‘বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবে যুবরাজকে পাওয়া সম্মানের। তাঁর নাম টি-টোয়েন্টি বিশ্বকাপের সমার্থক, বিশ্বকাপের সেরা একটি মুহূর্ত তাঁর কাছ থেকেই এসেছে, যখন সে ৬ বলে ৬টি ছক্কা মেরেছিল।’

আরও পড়ুন