আইপিএলের ১৮তম আসর শুরু হচ্ছে ২২ মার্চ, আরও একবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের উন্মাদনায় মাতবে ক্রিকেট বিশ্ব। ১০ দলের এই আসরে এবার শিরোপা জিতবে কারা? টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা...
চেন্নাই সুপার কিংস
অধিনায়ক: রুতুরাজ গায়কোয়াড়
কোচ: স্টিভেন ফ্লেমিং
শিরোপা: ৫টি(২০১০, ২০১১, ২০১৮, ২০২১, ২০২৩)
স্কোয়াড: ২৫ জন
ভারতীয়: ১৮ জন
বিদেশি: ৭ জন
রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাতিরানা, শিবম দুবে, এম এস ধোনি
নিলামে কেনা: নূর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, ডেভন কনওয়ে, খলিল আহমেদ, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠি, অংশুল কম্বোজ, স্যাম কারেন, গুরজপনীত সিং, নাথান এলিস, দীপক হুদা, জেমি ওভারটন, বিজয় শঙ্কর, বংশ বেদি, শ্রেয়াস গোপাল, সি আন্দ্রে সিদ্ধার্থ, রামকৃষ্ণ ঘোষ, শেখ রশিদ, মুকেশ চৌধুরী, কমলেশ নাগরকোটি।
শক্তি
● চেন্নাই সুপার কিংস জটিল হিসাব–নিকাশে বিশ্বাসী নয়। বছরের পর বছর ধরে তারা অনেকটা একই দল নিয়ে খেলে। এবারও তাদের দলে খুব বেশি পরিবর্তন আসেনি। রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাতিরানা, শিবম দুবে, এম এস ধোনি—এই মূল ৫ ক্রিকেটার এবারও আছেন চেন্নাইয়ে।
● রবিচন্দ্রন অশ্বিন হতে পারেন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ১০ বছর পর চেন্নাইতে ফিরেছেন এই স্পিনার। উইকেটের পেছনে থাকা ধোনির সঙ্গে অশ্বিনের কম্বিনেশন খুব ভালো। মাথার চালে দুজনে মিলে চেন্নাইকে এগিয়ে দিতে পারেন।
● ইতিহাস এগিয়ে রাখবে চেন্নাইকে। আইপিএলে সবচেয়ে বেশি ১২ বার প্লে–অফে খেলা দলটি ধারাবাহিক ক্রিকেট খেলাটাকে অভ্যাস বানিয়ে ফেলেছে।
● হতে পারে এটিই এম এস ধোনির শেষ আইপিএল। ধোনিকে ট্রফি হাতে বিদায় দেওয়ার তাড়নাও দলটির জন্য অনুপ্রেরণা হতে পারে।
● চেন্নাইয়ের এম এ চিদাম্বরমের স্পিন সহায়ক উইকেটের সুবিধা নেওয়ার মতো স্পিনার আছে চেন্নাইয়ের। জাদেজা–অশ্বিনের সঙ্গে আছেন শ্রেয়াস গোপাল, নূর আহমেদ।
দুর্বলতা
● ২০১৮ সাল থেকে ২০২৪—টানা ৬ মৌসুমে চেন্নাইয়ের নতুন বল সামলেছেন পেসার দীপক চাহার। এবার নিলামে চাহারকে ধরে রাখতে পারেনি চেন্নাই।
● মিডল অর্ডারে ভারতীয় ব্যাটসম্যানদের অফ ফর্ম চেন্নাইকে ভোগাতে পারে। রাহুল ত্রিপাঠি, বিজয় শঙ্কর, দীপক হুদা—দলে আসা এই তিন মিডল অর্ডার ব্যাটসম্যানের কেউই ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত খেলা টি–টোয়েন্টিতে ২৫ গড়েও ব্যাটিং গড়তে পারেননি।
● পুরোনো ধোনিকে কি এবার পাবে চেন্নাই? বোধ হয় না। গত কয়েক মৌসুম ধরেই ধোনি ১০–১২ বলের জন্য ব্যাটিংয়ে নামেন। গত মৌসুমে ধোনি সব মিলিয়ে বল খেলেছিলেন ৭৩টি। ক্যামিও নয়, আগের মতো ফিনিশার হিসেবে ধোনি খেললে চেন্নাইয়ের ভালো করার সম্ভাবনা আরও বাড়বে। তবে ৪৩ বছর বয়সী ধোনির সেই সম্ভাবনা কম।
প্রত্যাশা ও বাস্তবতা
চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামে চেন্নাই। প্রতিবারই এমন ‘গড়পড়তা’, তবে কার্যকর দল গড়ে চেন্নাই। এই দলটি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হলে অবাক হওয়ার কিছু থাকবে না।