কোহলির চেয়ে বেতন বেশি পন্তের, রোহিতকে ছাড়িয়ে আইয়ার
বিরাট কোহলি শুধু ভারতীয়দের মধ্যেই নন, এখনো খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধনী। যুক্তরাষ্ট্রের আর্থিক ও বাণিজ্যবিষয়ক খবরের ওয়েবসাইট ‘বিজনেস ইনসাইডার’–এর হিসাবে বর্তমানে কোহলির সম্পদের পরিমাণ ৭৭৮ কোটি টাকা। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী আরও বেশি—১০০০ কোটি রুপি।
কিন্তু পারিশ্রমিকে কোহলি এখন আর ভারতের শীর্ষ ক্রিকেটার নন। আইপিএল নিলামের ইতিহাসে রেকর্ড ২৭ কোটি রুপিতে বিক্রি হওয়ার পর কোহলিকে ছাড়িয়ে গেছেন ঋষভ পন্ত। একইভাবে নিলামে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৭৫ লাখ রুপি দাম ওঠার পর ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মাকে পেছনে ফেলেছেন শ্রেয়াস আইয়ার।
অথচ আইয়ার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তিতে নেই। পন্ত আছেন ‘বি’ গ্রেডে। শীর্ষ দুই তারকা রোহিত–কোহলি আছেন ‘এ+’ গ্রেডে।
পন্ত বিসিসিআই থেকে বছরে বেতন পান ৩ কোটি রুপি। আর আইপিএল ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাঁকে প্রতিবছর দেবে ২৭ কোটি রুপি। ৩০ কোটি রুপি নিয়ে পন্তই এখন সবার ওপরে। ২৮ কোটি রুপি পারিশ্রমিক পাওয়া কোহলি নেমে গেছেন দুইয়ে। কোহলি বোর্ড থেকে পান ৭ কোটি রুপি। তাঁকে ২১ কোটি রুপিতে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
কেন্দ্রীয় চুক্তিতে পন্ত বর্তমানে ‘বি’ গ্রেডে থাকলেও একসময় ‘এ’ গ্রেডের খেলোয়াড় ছিলেন। ২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় প্রায় দেড় বছর মাঠের বাইরে ছিলেন তিনি। যেহেতু দীর্ঘ সময় খেলা থেকে দূরে ছিলেন, তাই তাঁকে ‘এ’ থেকে ‘বি’ গ্রেডে নামিয়ে দেওয়া হয়।
সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় ক্রিকেটার (শীর্ষ ৭)
তবে ভারতের হয়ে দারুণ কিছু করে দেখাতে পারলে পন্তকে ‘এ’ গ্রেডে ফেরানো হতে পারে। এমনকি শীর্ষ পদমর্যাদার ‘এ+’ গ্রেডেও প্রথমবারের মতো জায়গা করে নিতে পারেন। আগামী বছরের মার্চে নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড়ের তালিকা প্রকাশ করবে বিসিসিআই।
ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতায় খেলতে অনীহা দেখানোয় শ্রেয়াস আইয়ারকে ২০২৩-২৪ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয় বিসিসিআই। এ কারণে বিসিসিআই থেকে আইয়ার কোনো বেতন পান না।
তবে আইপিএলের গত মৌসুমে আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স শিরোপা জেতায় এবারের মেগা নিলামে তাঁর ওপর একাধিক ফ্র্যাঞ্চাইজির সুনজর পড়ে। নিলাম থেকে তাঁকে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নেয় প্রীতি জিনতার পাঞ্জাব। এতেই রোহিত, যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাজেদাদের পেছনে ফেলে আইয়ার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় ক্রিকেটারদের তালিকায় তিনে উঠে এসেছেন।
‘এ+’ গ্রেডের খেলোয়াড় হিসেবে রোহিত বিসিসিআই থেকে বছরে পান ৭ কোটি রুপি। মুম্বাই ইন্ডিয়ানস তাঁকে ধরে রেখেছে ১৬ কোটি ৩০ লাখ রুপিতে। এর অর্থ রোহিতের বার্ষিক পারিশ্রমিক ২৩ কোটি ৩০ লাখ রুপি।
রোহিত, কোহলির মতো বুমরা, জাদেজাও আছেন ‘এ+’ গ্রেডে। এ দুজনকেও বোর্ড বছরে ৭ কোটি রুপি বেতন দেয়। আবার দুজনের আইপিএল ফ্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস তাঁদের ১৮ কোটি রুপিতে ধরে রেখেছে। তাই বর্তমানে বুমরা ও জাদেজার পারিশ্রমিক সমান ২৫ কোটি করে।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকায় এরপরই আছেন হার্দিক পান্ডিয়া। ৩১ বছর বয়সী এই অলরাউন্ডারকে মুম্বাই ইন্ডিয়ানস ১৬ কোটি ৩৫ লাখ রুপিতে রেখে দিয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় চুক্তির ‘এ’ গ্রেডের খেলোয়াড় হিসেবে বছরে পাচ্ছেন ৫ কোটি রুপি। তার মানে পান্ডিয়ার মোট বেতন ২১ কোটি ৩৫ লাখ টাকা।