১ ওভারে ৩১ রান দিয়ে অনাকাঙ্ক্ষিত তালিকায় অর্জুন

১ ওভারে ৩১ রান খরচ করেন অর্জুনআইপিএল

১৯ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পান আইপিএলের প্রথম উইকেট, শেষ ওভারে ২০ রান ডিফেন্ড করতে এসে দেন মাত্র ৫ রান। আইপিএলে অভিষেকের পর থেকেই অর্জুন টেন্ডুলকারকে নিয়ে মাতামাতি হচ্ছে, সেদিন সেটি বেড়েছিল আরও। তবে গতকাল যেন অন্য একটা দিকও দেখে ফেললেন অর্জুন। ১ ওভারে ৩১ রান দিয়ে অনাকাঙ্ক্ষিত তালিকাতেও নাম তুলে ফেললেন বাঁহাতি এ পেসার।

ওয়াংখেড়েতে পাঞ্জাব কিংসের বিপক্ষে গতকালও ইনিংসের প্রথম ওভার করতে এসে মাত্র ৫ রান দেন অর্জুন। দ্বিতীয় ওভারে অবশ্য খরচ করেন ১২ রান, তবে পান প্রভসিমরান সিংয়ের উইকেট। ইনিংসের ১৬তম ওভারে নিজের তৃতীয়টি করতে এসে স্যাম কারেন ও হারপ্রীত সিংয়ের ঝড়ের তোপে পড়েন তিনি।

প্রথম বলেই লং অফ দিয়ে ছক্কা মারেন কারেন। অর্জুনের সে ওভারে আসে আরও চারটি চার, সঙ্গে আরেকটি ছক্কা। ওভারের শেষ বলটি আবার ফুলটসে নো করেন অর্জুন, ফলে শেষ বলেই কার্যত আসে ৯ রান। সব মিলিয়ে ওভারে দেন ৩১ রান। আইপিএলে এক ওভারে এর চেয়ে বেশি রান খরচ করার রেকর্ড আছে আর পাঁচটি।

গতকাল ১টি উইকেট নেন অর্জুন টেন্ডুলকার
আইপিএল

আইপিএলে এক ওভারে সবচেয়ে বেশি রান খরচ করার রেকর্ডটি যৌথভাবে প্রশান্ত পরমেশ্বরন ও হার্শাল প্যাটেলের। ২০১১ সালে কোচি টাস্কার্স কেরালার বাঁহাতি পেসার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১ ওভারেই দিয়েছিলেন ৩৭ রান। ৩৭ রানের মধ্যে ৩৬ রানই নিয়েছিলেন ক্রিস গেইল, ওভারের দ্বিতীয় বলটি নো করেছিলেন পরমেশ্বরন।

আরও পড়ুন

হার্শালের রেকর্ডটি অবশ্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই। ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এমন খরুচে ওভার করেছিলেন এই পেসার। তিনিও ওভারে করেছিলেন একটি নো বল, বাকি রানগুলো নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা।

আইপিএলে ১ ওভারে সবচেয়ে বেশি রান খরচ

মুম্বাইয়ের হয়ে অর্জুনের ৩১ রানের চেয়ে খরুচে ওভার আছে মাত্র একটি। গত বছর কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩৫ রান দিয়েছিলেন ড্যানিয়েল স্যামস। সেবার ব্যাটসম্যান ছিলেন প্যাট কামিন্স।

গতকাল ৩১ রানের ওই ওভারের পর আর বোলিংয়ে আসেননি অর্জুন। ৩ ওভারে তিনি বোলিং শেষ করেন ৪৮ রান দিয়ে। ৩ বা এর কম ওভারে অবশ্য মুম্বাইয়ের হয়ে এর চেয়ে বেশি রান খরচ করার রেকর্ড আছে আরও। ২০২২ সালে টাইমাল মিলস ৩ ওভারে দিয়েছিলেন ৫৪ রান, ৩ ওভারে ৫৩ রান দেওয়ার রেকর্ড আছে আলজারি জোসেফের।

মুম্বাইয়ে হয়ে সবচেয়ে খরুচে বোলিং করেছিলেন লাসিথ মালিঙ্গা। ২০১৭ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের (এখনকার পাঞ্জাব কিংস) বিপক্ষে তিনি দিয়েছিলেন ৪ ওভারে ৫৮ রান।