‘এটা সাকিবের দল, তার পরিষ্কার পরিকল্পনা আছে’

সাকিব আল হাসান, টি-টোয়েন্টিতে এ দফা অধিনায়কত্ব পাওয়ার পর বিসিবি সভাপতির বাসা থেকে বের হয়ে যাওয়ার পথেছবি: শামসুল হক

এবার সাকিব আল হাসান টি-টোয়েন্টি অধিনায়কত্ব পেয়েছিলেন বেশ নাটকীয়তার মধ্য দিয়ে। অধিনায়ক পাওয়ার পরও আলোচনাতেই আছেন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ছিলেন না সিপিএল খেলতে যাওয়ায়। এরপর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে আলোচনায় আসেন অধিনায়কদের ট্রফিসহ আনুষ্ঠানিক ফটোসেশনে অনুপস্থিত থেকে। সিরিজের আগেই যাওয়ার কথা থাকলেও ক্রাইস্টচার্চে পৌঁছাতে শেষ পর্যন্ত দেরি হয়েছে তাঁর, প্রথম ম্যাচে বিশ্রামে থাকার পরই নেমেছেন দ্বিতীয় ম্যাচে।

সাকিব ফেরার পরও অবশ্য ফলটা বদলায়নি। পাকিস্তানের কাছে প্রথম ম্যাচের পর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ হেরেছে বাজেভাবেই। তবে দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম বলছেন, দলকে সামনে এগিয়ে নেওয়ার পরিষ্কার পরিকল্পনা আছে অধিনায়কের।

আরও পড়ুন

দ্বিতীয় ম্যাচে ‘ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন ধরে রাখতে’ সাকিব নেমেছিলেন সাত নম্বরে। ক্যারিয়ারে এর আগে মাত্র দুবার এত নিচে খেলেছিলেন তিনি। তবে সাকিব ফেরায় মিডল অর্ডারে শক্তিমত্তা বেড়েছে, শ্রীরাম মনে করেন এমন, ‘সাকিব ফেরায় মিডল অর্ডার দারুণ শক্তিশালী হয়েছে। আফিফ (হোসেন) ও লিটন (দাস) যদি নিজেদের মেলে ধরতে পারে, আমাদের ব্যাটিং অর্ডার দুর্দান্ত হয়ে উঠবে।’

ক্রাইস্টচার্চে অনুশীলনে দলের উদ্দেশ্যে কথা বলছেন সাকিব আল হাসান
বিসিবি

শুধু মাঠে নয়, মাঠের বাইরেও সাকিব দলকে চাঙা রাখতে কাজ করে যাচ্ছেন, শ্রীরাম জানিয়েছেন এমন, ‘দলকে স্থির রাখতে দারুণ কাজ করছে সাকিব। সে ছেলেদের বাইরে নিয়ে যাচ্ছে, সব সময় কথা বলছে। আমার মনে হয়, এই দলকে সামনে এগিয়ে নেওয়ার পরিষ্কার পরিকল্পনা আছে তার।’

আরও পড়ুন

সবকিছুর পর এ দল সাকিবকে ঘিরেই আবর্তিত, শ্রীরাম বলেছেন এমন, ‘আমাদের সবটুকু সমর্থন তার প্রতি আছে। আমরা চাই সে দলকে এগিয়ে নিক। এটা তার দল, আমরা তাকে সব দিক থেকে সহায়তা করব।’

তবে আন্তর্জাতিক ক্রিকেট যে সহজ কিছু নয়, সেটাও সবাইকে মনে করিয়ে দিয়েছেন শ্রীরাম, ‘আমাদের খুবই শান্ত থাকতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে ওঠা-নামা থাকবেই। এই ওঠা-নামার সময়টায় আমাদেরকে স্থির থাকতে হবে।’