ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে কে এই আমির জাঙ্গু
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় প্রথম টেস্টে সেঞ্চুরি পাওয়া জাস্টিন গ্রিভস আছেন সেই দলে। ১০ মাস পর ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফিরলেন এই পেস বোলিং অলরাউন্ডার। গত মাসে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের রিজিওনাল সুপার৫০ কাপে ১৩৩.৬৬ গড়ে ৪০১ রান করেন গ্রিভস।
তবে গ্রিভস নন, ১৫ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দলে বড় চমক আমির জাঙ্গু। এই উইকেটকিপার ব্যাটসম্যান প্রথমবারের মতো ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজ দলে। ২৭ বছর বয়সী জাঙ্গু এর কোনো সংস্করণেই খেলেননি ওয়েস্ট ইন্ডিজের হয়ে।
স্বপ্ন সত্যি হলো। প্রথম যেদিন ক্রিকেট ব্যাট হাতে নিয়েছি সেদিন থেকেই তো এমন কিছু চেয়েছি। মাত্রই শুরু হলো। আন্তর্জাতিক ক্রিকেটই তো সবার ওপরে, এখানে টিকে থাকাটাই সবকিছু।আমির জাঙ্গু, ওয়েস্ট ইন্ডিিজ ব্যাটসম্যান
ত্রিনিদাদের ছেলে জাঙ্গু দলে ঢুকলেন গত মাসে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের রিজিওনাল সুপার৫০ কাপের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে। সেই টুর্নামেন্টে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে সাত ইনিংসে ৮৯.২০ গড়ে ৪৪৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। গায়ানার বিপক্ষে সেঞ্চুরি পাওয়া জাঙ্গু আরও দুবার সেঞ্চুরির খুব কাছে গিয়েছিলেন। লিওয়ার্ড আইল্যান্ডের বিপক্ষে ৯৬ রানে আউট হওয়া ব্যাটসম্যান বার্বাডোজের বিপক্ষ অপরাজিত ছিলেন ৯৩ রানে। ৪৯ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রায় এক-তৃতীয়াংশ রানই জাঙ্গু করলেন এই ৭ ইনিংসে।
জাতীয় দলে ডাক পাওয়ার পর জাঙ্গু ত্রিনিদাদের দৈনিক দ্য এক্সপ্রেসের সঙ্গে কথা বলেছেন। স্বপ্ন সত্যি হওয়ার কথাই বললেন এই বাঁহাতি ব্যাটসম্যান, ‘স্বপ্ন সত্যি হলো। প্রথম যেদিন ক্রিকেট ব্যাট হাতে নিয়েছি সেদিন থেকেই তো এমন কিছু চেয়েছি। মাত্রই শুরু হলো। আন্তর্জাতিক ক্রিকেটই তো সবার ওপরে, এখানে টিকে থাকাটাই সবকিছু।’
শুধু ৫০ ওভারের ক্রিকেটেই নয়, ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া চার দিনের টুর্নামেন্টের সর্বশেষ আসরেও দারুণ খেলেছেন জাঙ্গু। সর্বশেষ মৌসুমে একটি ডাবল সেঞ্চুরিসহ ঠিক ১০০ গড়ে ৮ ইনিংসে ৫০০ রান করেন। তাঁর চেয়ে বেশি রান ছিল শুধু ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের দুই সদস্য মিকাইল লুই (৬৮২), ক্রেইগ ব্রাফেট (৫৬৫) ও কেভিন সিনক্লেয়ারের (৫০৮)।
২০১৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেট অভিষেক হওয়া জাঙ্গুর ক্যারিয়ার কীভাবে ২০২৪ সালে এসে ঘুরে দাঁড়াল? সেই উত্তর নিজেই দিলেন জাঙ্গু, ‘এই বছরটা শুরুর আগেই চিন্তাভাবনা শুরু করলাম, নিজের খেলা বিশ্লেষণ করলাম, চিহ্নিত করলাম নিজের শক্তি ও দুর্বলতার জায়গা। এরপর ভাবলাম কীভাবে উন্নতি করা যায় আর সেই অনুযায়ী কাজ শুরু করলাম। ফল তো হাতেনাতেই পেলাম, নিজেকে এখন আগের চেয়ে অনেক ভালো খেলোয়াড় মনে হচ্ছে।’
ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের দলের কোচ ড্যারেন স্যামি বিশ্বাস করেন জাঙ্গু ও গ্রিভস দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। দল ঘোষণা করতে গিয়ে স্যামি কথা বলেছেন এ দুজনকে নিয়ে, ‘গ্রিভস ব্যাটিংক্রমের শীর্ষ ছয়ের যেকোনো জায়গায় ব্যাট করতে পারে। তার অন্তর্ভুক্তিকে দল সত্যিকারের একজন অলরাউন্ডার পেল। আর সুপার৫০ টুর্নামেন্টে জাঙ্গুর ব্যাটিং দেখিয়েছে, সে ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটিংয়ে নতুন মাত্রা যোগ করতে পারে।’
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী দলের অংশ হেইডেন ওয়ালশ ও জুয়েল অ্যান্ড্রুকে বাংলাদেশের বিপক্ষে রাখেননি স্যামিরা। এদের মধ্যে অ্যান্ড্রুকে চেন্নাইয়ে পাঠানো হয়েছে স্পিনিং কন্ডিশনে ব্যাটিং নিয়ে কাজ করতে।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৮ ডিসেম্বর। সিরিজের পরের দুটি ম্যাচ ১০ ও ১২ ডিসেম্বর।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল
শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কিসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু (উইকেটকিপার), আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুড়াকেশ মোতি, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।