চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে লিটন নেই

চ্যাম্পিয়নস ট্রফিতে লিটন দাসকে দেখা যাবে নাছবি: প্রথম আলো

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে কিছুক্ষণ আগে। সাকিব আল হাসানতামিম ইকবাল থাকছেন না, এটা আগেই জানা গিয়েছিল। চমক বলতে বাদ পড়েছেন লিটন দাস।

ওয়ানডেতে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স মনে রাখলে অবশ্য এটিকে চমক বলাটা ঠিক হবে না। সর্বশেষ ৭ ইনিংসে দুই অঙ্কের রান নেই। সর্বশেষ ফিফটি করেছেন ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুনেতে। এরপর ১৪ ইনিংসে লিটনের বলার মতো ইনিংস বলতে সেই বিশ্বকাপেই পাকিস্তানের বিপক্ষে ৪৫। বিশ্বকাপে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের দুই ম্যাচে করেছিলেন ২৩ ও ৩৬।

এর পর থেকেই ওয়ানডেতে রান করতে ভুলে গেছেন লিটন। সে বছরই ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচে রান ২২, ৬ ও অপরাজিত ১। এক অঙ্কে আউট হওয়ার শুরুও তখন থেকেই।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী, তানজিদ হাসান, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন।

গত বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে প্রথম দুই ম্যাচেই শূন্য রানে আউট হওয়ার পর তৃতীয় ম্যাচ থেকে বাদ দেওয়া হয় লিটনকে। ঢাকা প্রিমিয়ার লিগে খেলার জন্য পাঠিয়ে দেওয়া হয় ঢাকায়। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ টি–টোয়েন্টি সিরিজ জিতেছে লিটনের নেতৃত্বে। যদিও ব্যাটে তাঁর দুর্দশা অব্যাহত ছিল সেখানেও। তিনটি টি–টোয়েন্টি ম্যাচে করেছিলেন মোট ১৭ রান (০, ৩ ও ১৪)। এর আগে ওয়ানডে সিরিজে অবস্থা ছিল আরও খারাপ। তিন ম্যাচে করেছিলেন ২, ৪ ও ০।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল ঘোষণা করেছেন
ছবি: প্রথম আলো

দলে পেসার আছেন চারজন—তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান। বাদ পড়েছেন শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। এই দুজনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে দলে ছিলেন। সেই দল থেকে লিটন ছাড়া আর বাদ পড়েছেন আফিফ হোসেন। দলে স্পিনার আছেন তিনজন—মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।

চ্যাম্পিয়নস ট্রফির দলে শরীফুল ইসলাম ও হাসান মাহমুদের জায়গা হয়নি
ছবি: বিসিবি

তামিম ইকবালকে নির্বাচকেরা দলে চাইলেও তিনি গত পরশু অবসরের ঘোষণা দিয়ে দেন। সাকিব আল হাসানকে নিলে শুধু ব্যাটসম্যান হিসেবে নিতে হতো। কারণ, ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলার সময় বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর দুবার পরীক্ষা দিয়েও সাকিব পাস করতে পারেননি। আবারও পরীক্ষা দিয়ে ছাড়পত্র পাওয়ার আগপর্যন্ত সাকিবের তাই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার সুযোগ নেই।

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্ট হবে পাকিস্তান ও দুবাইয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে। সেখান থেকে বাংলাদেশ দল যাবে পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে পরের দুটি ম্যাচ ২৪ ও ২৭ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান।