দ্বিতীয়বার ১৫০ ছুঁয়ে যে রেকর্ডে ‘প্রথম’ হলেন ইব্রাহিম জাদরান

১৭৭ রান করে আউট হওয়ার পর আফগানিস্তানের ইব্রাহিম জাদরানএএফপি

৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০ রানের ইনিংস কম নেই। সংখ্যাটা ১৫০ ছুঁয়েছে ২০২৩ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই। আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে ১৫২ রান করে অপরাজিত ছিলেন।

ওয়ানডেতে ‘সার্ধশত’র সংখ্যাটা এখন ১৬৩। যার সর্বশেষটি কাল লাহোরে করেছেন ইব্রাহিম জাদরান। আফগানিস্তান ওপেনারের ১৭৭ রানের ইনিংসটা চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ডকে।

জাদরানের ১৭৭ রানের ইনিংসটি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ। ওয়ানডেতে আফগানিস্তানের সর্বোচ্চ ইনিংসও এটি। আগের রেকর্ডটাও অবশ্য জাদরানেরই ছিল, ২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬২। ওয়ানডে ক্যারিয়ারের দুবার ১৫০ ছাড়িয়েই দারুণ এক কীর্তি গড়েছেন ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান। ৫৪ বছরের ওয়ানডে ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে বয়স ২৪ হওয়ার আগেই দুবার ১৫০ ছাড়ালেন ডানহাতি এই ব্যাটসম্যান।

ওয়ানডেতে সবচেয়ে বেশি ১৫০ ছাড়ানো ইনিংস ভারতের রোহিত শর্মার
এএফপি

ওয়ানডে ইতিহাসে ১৫০ রানের ইনিংস ১৬৩টি হলেও ১৫০ ছাড়িয়েছেন ৯৭ জন ব্যাটসম্যান। তাঁদের মধ্যে একাধিকবার ১৫০ ছাড়িয়েছেন ৩৩ জন। সর্বোচ্চ আটবার ১৫০ ছাড়িয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। সাতটি ১৫০ ছাড়ানো ইনিংস নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার।

আরও পড়ুন

একাধিকবার ৩৩ ছাড়ানোর মধ্যে জাদরান ছাড়া আর কেউই ২৪ ছোঁয়ার আগে একাধিকবার ১৫০ রানের ইনিংসের দেখা পাননি। তবে জাদরান ছাড়া আরও ১০ জন বয়স ২৪ হওয়ার আগে অন্তত একবার ১৫০ করেছেন ওয়ানডেতে।

বয়স ২৪ হওয়ার আগে সবচেয়ে বেশি ১৫০ রানের ইনিংস