নেপালের বিপক্ষে আজ যে কারণে নেই বুমরা
এশিয়া কাপে আজ নেপালের মুখোমুখি হবে ভারত। গতকালই ভারতের সংবাদমাধ্যম জানিয়েছিল, নেপালের বিপক্ষে ম্যাচটা খেলা হচ্ছে না যশপ্রীত বুমরার। ভারতের এই পেসার ব্যক্তিগত কারণে গতকালই দেশে ফিরেছেন বলে জানানো হয়েছিল। কিন্তু সেই ব্যক্তিগত কারণটি কী, তা নিশ্চিত হওয়া গেল আজ। সুসংবাদই দিয়েছেন বুমরা।
বুমরা ও সঞ্জনা গানেসান দম্পতির ঘর আলো করে এসেছে নতুন অতিথি। পুত্রসন্তানের বাবা হয়েছেন বুমরা। আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সদ্যোজাত সন্তান, মা এবং নিজের আঙুলের একটি ছবি পোস্ট করে বুমরা লিখেছেন, ‘আমাদের ছোট্ট পরিবার আরেকটু বড় হওয়ার পাশাপাশি হৃদয়টাও কল্পনাতীত পূর্ণতা পেয়েছে। আজ সকালে আমাদের ছোট্ট ছেলে অঙ্গাদ যশপ্রীত বুমরা পৃথিবীর আলো দেখেছে। আমাদের আনন্দের আর সীমা নেই এবং জীবনে যে নতুন অধ্যায় যোগ হলো, তার জন্য আর তর সইছে না।’ ক্যাপশনটির শেষে লেখা বুমরা ও সঞ্জনা। অর্থাৎ দুজনের পক্ষ থেকেই এই পোস্ট।
ক্রিকইনফো কাল জানিয়েছিল, এশিয়া কাপে ভারতের হয়ে শুধু এই ম্যাচটাই খেলতে পারবেন না বুমরা। তবে তিনি কবে ফিরবেন, সেটি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে ক্রিকবাজ। নেপালকে আজ হারালেই এশিয়া কাপের সুপার ফোরে উঠবে ভারত। এরপর সুপার ফোরে ভারতের পরবর্তী ম্যাচ ১০ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে। অর্থাৎ মাঝে প্রায় এক সপ্তাহ সময় পাচ্ছেন বুমরা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুমতি নিয়েই দেশে ফিরে মুম্বাইয়ে স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন বুমরা। ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, সুপার ফোরের ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন ২৯ বছর বয়সী এই পেসার। এখন প্রশ্ন হলো, নেপালের বিপক্ষে বুমরার বদলি হবেন কে?
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তৃতীয় পেসার হিসেবে মোহাম্মদ শামিকে বসিয়ে শার্দুল ঠাকুরকে বেছে নিয়েছিল ভারতের টিম ম্যানেজমেন্ট। শামিকে বসিয়ে রাখার কারণটা তখন জানা যায়নি। ভারতের সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ জানিয়েছে, নেপালের বিপক্ষে বুমরার জায়গায় শামির খেলার সম্ভাবনাই বেশি।