লিটন-তানজিদের সেঞ্চুরিতে ভাঙল যত রেকর্ড

লিটন দাস সেঞ্চুরি করেছেন, সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান। দুজনের সেঞ্চুরিতে সিলেটে ঢাকা ক্যাপিটালস–দুর্বার রাজশাহী ম্যাচে খানখান হয়েছে রেকর্ডের পর রেকর্ড। রান তাড়ায় ১০৫ রানে অলআউট হয়ে রেকর্ড ১৪৯ রানে হেরেছে রাজশাহী।

২৪১ রানের জুটি গড়েছেন লিটন দাস (বাঁয়ে) ও তানজিদ হাসানশামসুল হক
২৫৪/১
ঢাকার ২৫৪/১ বিপিএলে ও বাংলাদেশের মাটিতে দলীয় সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ২৩৯/৪, ২০১৮-১৯ মৌসুমে চট্টগ্রামে চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্স।

লিটন-তানজিদের ২৪১ রানের জুটি

• স্বীকৃত টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটেই দ্বিতীয় সর্বোচ্চ জুটি। সর্বোচ্চ ২৫৮*, গত বছরের ফেব্রুয়ারিতে চীনের বিপক্ষে জাপানের প্রথম উইকেটে কাদোওয়াকি-ফ্লেমিং ও ইয়ামামোতো-লেকের।
• বিপিএল ও বাংলাদেশে আগের রেকর্ড ২০১*। ২০১৭-১৮ মৌসুমে মিরপুরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রংপুর রাইডার্সের ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম দ্বিতীয় উইকেটে।
• বিপিএলে উদ্বোধনী জুটিতে আগের সর্বোচ্চ ১৯৭*। ২০১২-১৩ মৌসুমে দুরন্ত রাজশাহীর বিপক্ষে খুলনা রয়েল বেঙ্গলসের শাহরিয়ার নাফীস ও লু ভিনসেন্টের।
স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের মাটিতে এই প্রথম দুই ওপেনারই সেঞ্চুরি পেলেন। সব দেশ মিলিয়ে ষষ্ঠ ঘটনা এটি।
বিপিএলে এক ম্যাচে দুই ব্যাটসম্যানকে দ্বিতীয়বার সেঞ্চুরি করতে দেখল। প্রথমবার ২০১৮-১৯ মৌসুমে চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস ও রাইলি রুশো।
লিটনের ১২৫
সেঞ্চুরির পর লিটন দাস
প্রথম আলো
• টি-টোয়েন্টিতে লিটনের প্রথম সেঞ্চুরি। আগের সর্বোচ্চ ৮৫, বিপিএলে গত মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে।
• বিপিএল ইতিহাসে ব্যক্তিগত চতুর্থ সর্বোচ্চ। সর্বোচ্চ অপরাজিত ১৪৬ ক্রিস গেইলের, ২০১৭-১৮ মৌসুমে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে।
• স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে লিটনের চেয়ে বড় ইনিংস আছে শুধু তামিম ইকবালের। ২০১৮-১৯ মৌসুমে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে অপরাজিত ১৪১ ও ২০১৩ সালে বিজয় দিবস ক্রিকেটে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে মোহামেডানের বিপক্ষে ১৩০।
আরও পড়ুন
৪৪

তিন অঙ্ক ছুঁতে লিটনের খেলা বল। টি-টোয়েন্টিতে যা বাংলাদেশের ব্যাটসম্যানদের দ্বিতীয় দ্রুততম। দ্রুততম পারভেজ হোসেনের, ২০২০ সালে বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টিতে ৪২ বলে ফরচুন বরিশালের হয়ে মিনিস্টার রাজশাহীর বিপক্ষে। বিপিএলে দ্রুততম সেঞ্চুরি পাকিস্তানের আহমেদ শেহজাদের (৪০ বল)।

সেঞ্চুরির পর তানজিদ হাসান
প্রথম আলো
তামিমের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিপিএলে দুটি সেঞ্চুরি পেলেন তানজিদ হাসান।
১৪৯
বিপিএলে রানের হিসেবে সবচেয়ে বড় জয় এখন ঢাকা ক্যাপিটালসের। আগের রেকর্ড ১১৯, ২০১২–১৩ মৌসুমে সিলেট রয়্যালসের বিপক্ষে চিটাগাং কিংসের।
আরও পড়ুন