১০০ বছরের মধ্যে খেলা হলো সবচেয়ে কম বল, তাতেই এত নাটক!

শেষ পর্যন্ত সিরিজ জিতেছে অস্ট্রেলিয়াইএএফপি

সিরিজ তো নয়, যেন থ্রিলার কোনো সিনেমা! ৫ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার জয় দেখে অনেকেই ধারণা করতে পারেন, এটি পুরোপুরি অস্ট্রেলিয়ার সিরিজ! দিন শেষে ফল যেহেতু তাদের পক্ষে গেছে, সিরিজে তাদের দাপটই বেশি ছিল।

তবে ভারতেরও কম ছিল না! ঘরের মাঠে বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করতে ঘাম ঝরেছে অস্ট্রেলিয়ার। অনিশ্চয়তার রোমাঞ্চ দেখা যায় সিরিজের প্রতিটি দিনে। মজার ব্যাপার হলো, এত সব রোমাঞ্চ ক্রিকেটাররা উপহার দিয়েছেন এমন একটি সিরিজে যে ৫ ম্যাচের সিরিজে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে কম বল খেলা হয়েছে।

আরও পড়ুন

সিরিজের শুরু ২০২৪ সালের ২২ নভেম্বর পার্থে। ভারত সেই টেস্ট জেতে ২৯৫ রানে। সিরিজে ভারতের জয় পাওয়া একমাত্র টেস্টটিতে খেলা হয়েছে ১৭৬৫ বল। সিরিজের সবচেয়ে কম বল হয়েছে অ্যাডিলেড টেস্টে। মাত্র ১০৩১ বলেই শেষ হয় এই টেস্ট, যা ভারত–অস্ট্রেলিয়ার মুখোমুখি লড়াইয়েও সর্বনিম্ন। ব্রিসবেন টেস্টেও খুব বেশি বলা খেলা হয়নি। বৃষ্টিবিঘ্নিত এই টেস্টে বল মাঠে গড়িয়েছে ১২৯৭টি।

প্রথম আলো

মেলবোর্ন হওয়া চতুর্থ টেস্টে খেলা হয় ২৪৩০টি, যা সিরিজে সর্বোচ্চ। আর আজ শেষ হওয়া সিরিজ নির্ধারণী টেস্টে খেলা হয়েছে ১১৯৭টি। সব মিলিয়ে ৫ ম্যাচের টেস্টে খেলা হয়েছে ৭৬৬৪ বল।

৫ ম্যাচ টেস্ট সিরিজে এর চেয়ে কম বল খেলা হয়েছে সর্বশেষ ১৯২৪ সালে। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যে হওয়া সিরিজে ৭৫৫৯টি বল খেলা হয়েছিল। ৫ ম্যাচের টেস্ট সিরিজে সবচেয়ে কম বল হওয়া সিরিজের তালিকায় শীর্ষে ১৯০২ সালের অ্যাশেজ। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই সিরিজে বল লেগেছিল ৬৫৪৫টি।

আরও পড়ুন