টানা ৬ ঘণ্টা বোর্ডের ‘কাঠগড়া’য় রোহিত-গম্ভীর

ভারতীয় দলের প্রস্তুতিতে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কোচ গৌতম গম্ভীরএএফপি

একটা সিরিজ শেষ হওয়ার পর এর ভালো-মন্দ নিয়ে পর্যালোচনা হওয়া ক্রিকেটের খুব স্বাভাবিক ঘটনা। সিরিজে হারলে যার গুরুত্ব আরও বাড়ে। তবে ভারতীয় দল নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা অধিনায়ক রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীরকে নিয়ে যেভাবে ম্যারাথন বৈঠক করেছেন, সেটিকে ‘মানসিক নির্যাতন’ বলতে পারেন যে কেউই।

এক-দুই ঘণ্টা নয়, টানা ৬ ঘণ্টা নিয়ে কোচ-অধিনায়ক ও প্রধান নির্বাচক নিয়ে বৈঠক করেছেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ। ঘরের মাটিতে প্রথমবারের মতো তিন টেস্টের সিরিজে ধবলধোলাই হওয়ার পর শীর্ষ ব্যক্তিদের লম্বা মিটিংয়ে অস্বস্তিকর আলোচনাই যে বেশি হয়েছে, তা সহজেই অনুমেয়।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার, কোচ গম্ভীর এবং অধিনায়ক রোহিতকে কিউইদের কাছে বিধ্বস্ত হওয়া নিয়ে নানা জিজ্ঞাসার জবাব দিতে হয়েছে। বিশেষ করে সিরিজের জন্য বেশি টার্ন করা উইকেট কেন বানানো হয়েছে, যশপ্রীত বুমরাকে তৃতীয় টেস্টে কেন বিশ্রাম দেওয়া হয়েছে এবং গম্ভীরের কোচিং ধরন নিয়ে আলোচনা হয়েছে। সিরিজের বিভিন্ন পর্যায়ে নেওয়া টিম ম্যানেজমেন্টের কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ দুই ব্যক্তি।

ভারতের পরবর্তী চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে ৫ টেস্টের বোর্ডার-গাভাস্কার সিরিজ।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে বলেন, ‘এমন একটা বিপর্যয়ের পর এরকম মিটিং হওয়ারই ছিল, যেটা টানা ৬ ঘণ্টা দীর্ঘ হয়েছে। ভারত দল সামনে অস্ট্রেলিয়ায় যাচ্ছে। বিসিসিআই চায় দল ঘুরে দাঁড়াক, এবং এ বিষয়ে থিংক-ট্যাংক কী ভাবছে সেটাও জানতে চেয়েছে।’

আরও পড়ুন

রাহুল দ্রাবিড়ের সময়ে ভারত ঘরের মাটিতে পেস-বান্ধব উইকেটে খেলায় মনোযোগ দিয়েছিল। কিন্তু জুলাইয়ে দায়িত্ব নেওয়া গম্ভীর হাঁটছে স্পিন-বান্ধব উইকেটের পুরোনো পথে। আবার সিরিজের প্রথম দুই টেস্টে হারের পর তৃতীয়টিতে বুমরাকে বিশ্রাম দেওয়াও পছন্দ হয়নি বিসিসিআই কর্তাদের। এ বিষয়ে সূত্রটি বলেন, ‘বুমরাকে সতর্কতাস্বরূপ বিশ্রাম দেওয়া হলেও এ নিয়ে আলোচনা হয়েছে। র‍্যাংক টার্নার উইকেটে ভারত খুব ভালো না করলেও কেন এমন উইকেট, এ সব নিয়ে আলোচনা হয়েছে।’

রজার বিনি ও জয় শাহ দলের সঙ্গে যুক্ত আগারকার-গম্ভীর-রোহিতকে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে পরামর্শ প্রদানের জন্য বলেছেন। গম্ভীর অবশ্য বৈঠকে স্বশরীরে ছিলেন না, অনলাইনে যোগ দিয়েছিলেন।

ভারতের পরবর্তী চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে ৫ টেস্টের বোর্ডার-গাভাস্কার সিরিজ। ২২ নভেম্বর শুরু সিরিজটি খেলতে রোববার ও সোমবার দুই দলে ভাগ হয়ে ভারতের ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় যাবেন।

আরও পড়ুন