২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

হাথুরুসিংহের ফেরা বাংলাদেশের জন্য ‘অমর্যাদা’র, সম্ভাবনারও

দ্বিতীয়বার বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পেয়েছেন চন্ডিকা হাথুরুসিংহেছবি: শামসুল হক

মাশরাফি বিন মুর্তজার চোখে বাংলাদেশ দলের কোচ হয়ে চন্ডিকা হাথুরুসিংহের ফেরাটা দুই রকম—বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘অমর্যাদার’ এবং সম্ভাবনারও।

‘অমর্যাদার’ কারণ, ২০১৭ সালে বাংলাদেশের ক্রিকেটকে একরকম অপমান করেই চলে গিয়েছিলেন এই শ্রীলঙ্কান কোচ। বিসিবির শত ডাকেও রা করেননি। সেই ক্ষোভ যেন এখনো বয়ে বেড়ান মাশরাফি!

হাথুরুসিংহের ফেরা নিয়ে আজ প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলেছেন, ‘টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আমাদের মর্যাদার জায়গা থেকে অবশ্যই এটা ভালো উদাহরণ নয়...।’

আরেক প্রশ্নের জবাবে মাশরাফি পরে বলেছেন, ‘হাথুরুসিংহে চুক্তির মাঝপথে চলে যান। আমাদের বোর্ড সভাপতির ফোনও তিনি ধরেননি। এসএমএসের রিপ্লাই দেননি। হুট করে চলে গেলেন। এখানে তো মানসম্মানের একটা বিষয়ও থাকে।’

আরও পড়ুন

সাক্ষাৎকারে মাশরাফি কথা বলেছেন হাথুরুসিংহের সময়ে বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিবেশ, তাঁর নির্বাচক কমিটির সদস্য হয়ে যাওয়া এবং মাশরাফির টি–টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্তে এই শ্রীলঙ্কান কোচের ভূমিকা নিয়েও। মাশরাফির মনে হচ্ছে, বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহে এবার আগের চেয়েও বেশি ক্ষমতাবান হয়ে ফিরবেন, ‘আমার মনে হয় হাথুরুসিংহে এবার আরও বেশি শক্তিশালী হয়ে আসছেন।’

হাথুরুসিংহের প্রথম মেয়াদে ওয়ানডে অধিনায়ক ছিলেন মাশরাফি
ফাইল ছবি: প্রথম আলো

তবে দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের কোচ হিসেবে তিনি কেমন করবেন, আচার–আচরণে আগের মতোই ‘রূঢ়’ থাকবেন কি না, সেসব বিসিবির ওপর নির্ভর করছে বলে মনে করেন মাশরাফি। বিসিবি তাঁকে কতটা কর্তৃত্ব দেয়, তাঁর লাগাম কতটা টেনে রাখতে পারে; হাথুরুসিংহের এই দফায় সেসব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে হয় তাঁর।

আরও পড়ুন

বিসিবি যদি তাঁকে সাফল্যের সঙ্গে পরিচালিত করতে পারে, তাহলে হাথুরুসিংহের কাছ থেকে ভালো কিছু পাওয়াও সম্ভব বলে বিশ্বাস মাশরাফির, ‘এর আগে তিনি খেলোয়াড়দের শৃঙ্খলার মধ্যে রাখার ওপর গুরুত্ব দিয়েছিলেন, এটার দরকার ছিল। এ ছাড়া তাঁর একটা ট্যাকটিক্যাল সিদ্ধান্ত ছিল, দল যাকে যেখানে প্রয়োজন মনে করবে, তাকে সেখানে খেলতে হবে। বোলিংয়েও যাকে যেখানে প্রয়োজন, তাকে সেখানে কাজে লাগাতে চাপ দেওয়া—এই সিদ্ধান্তগুলো তাঁর ভালো ছিল। এর ফলও পেয়েছি আমরা। আশা করি এবারও তিনি সে রকম কিছু করতে পারবেন।’

আরও পড়ুন

ওয়ানডেতে বাংলাদেশ দল ধারাবাহিক সাফল্য পাচ্ছে। নতুন করে দায়িত্ব পাওয়ার পর হাথুরুসিংহের সামনেও সবচেয়ে বড় পরীক্ষা ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ। অবশ্য দলে এখন অনেক পারফরমারই দেখেন মাশরাফি। কাজেই বিশ্বকাপের আগে হাথুরুসিংহের জন্য দল গুছিয়ে নেওয়াটা কঠিন কিছু হবে না বলে মনে হয় তাঁর।

তবে সাক্ষাৎকারে মাশরাফি বারবারই বলেছেন একটা কথা। বিসিবি হাথুরুসিংহেকে কীভাবে সামলায় এবং হাথুরুসিংহে কীভাবে সবকিছু সমন্বয় করবেন, তার ওপরই নির্ভর করবে এই দফায় তাঁর সাফল্য–ব্যর্থতা।

* পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি পড়ুন আগামীকাল প্রথম আলোর ছাপা ও অনলাইন সংস্করণে।