গতকাল সেঞ্চুরি পেয়েছিলেন শন উইলিয়ামস। বুলাওয়েতে আফগানিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে আজ সেঞ্চুরি করলেন ক্রেইগ আরভিন ও ব্রায়ান বেনেট।
তিন সেঞ্চুরিতে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে তুলেছে ৫৮৬ রান, যা টেস্টে এক ইনিংসে জিম্বাবুয়ের সর্বোচ্চ। আফগানিস্তান নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে তুলেছে ২ উইকেটে ৯৫ রান। এখনো তারা পিছিয়ে ৪৯১ রানে।
৪ উইকেটে ৩৬৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। ১৪৫ রানে অপরাজিত থাকা উইলিয়ামস আউট হন ক্যারিয়ার–সেরা ১৫৪ রানে। এরপর অধিনায়ক আরভিন করেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।
বেনেট করেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১২১ বলে সেঞ্চুরি করা বেনেট অপরাজিত থাকেন ১১০ রানে। এ নিয়ে তৃতীয়বারের মতো জিম্বাবুয়ের তিন ব্যাটসম্যান টেস্টের একই ইনিংসে তিন অঙ্ক স্পর্শ করলেন। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন আল্লাহ গজনফর।
প্রথম ইনিংসে আফগানিস্তান তাদের দুই ওপেনার সাদিকউল্লাহ আতাল ও আবদুল মালিকের উইকেট হারিয়েছে। ৪৯ রানে অপরাজিত আছেন রহমত শাহ। তাঁর সঙ্গে আগামীকাল তৃতীয় দিন শুরু করবেন ১৬ রানে অপরাজিত থাকা আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১৩৫.২ ওভারে ৫৮৬ অলআউট
(উইলিয়ামস ১৫৪, বেনেট ১১০*, আরভিন ১০৪; গজনফর ৩/১২৭)।
আফগানিস্তান ১ম ইনিংস: ৩০ ওভারে ৯৫/২
(রহমত ৪৯*, মালিক ২৩, শহীদি ১৬*; মুজারাবানি ১/১৫, গোয়ান্ডু ১/১৬)।
* দ্বিতীয় দিন শেষে।