পাকিস্তানের বোলিং কোচ আর হতে চান না ওয়াকার
আবারও পাকিস্তানের বোলিং কোচ হিসেবে কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াকার ইউনিস ফিরতে পারেন—এমন কথা উঠেছে। কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে গুঞ্জন চলছিল। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ওয়াকার নিজেই। টুইটে জানিয়ে দিয়েছেন, আবারও পাকিস্তানের বোলিং কোচ হওয়ার কোনো ইচ্ছা নেই তাঁর।
কোচ হওয়ার গুঞ্জন ওঠার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ইতিবাচক কথার চেয়ে নেতিবাচক কথাই বেশি শোনা গেছে। এক নেতিবাচক টুইটের উত্তরও দিয়েছেন ওয়াকার।
শাহজিব খান নামে এক ক্রীড়া সাংবাদিক টুইটে লেখেন, ‘পিসিবি ওয়াকার ইউনিসকে কোচ ও নির্বাচক কমিটিতেও থাকার জন্য প্রস্তাব দিয়েছে। সত্যি বলতে এটা ভয়ংকর একটা সংবাদ।’ এই টুইটের জবাবে ওয়াকার লিখেছেন, ‘এই প্রস্তাব পেলেও কিছুই আসে যায় না। তবে তোমার এই টুইট লেখার ভঙ্গি, শব্দচয়নে অনেক কিছুই আসে যায়। দুঃখিত, যদি তোমার অনুভূতিতে আঘাত দিই।’
এর দুই ঘণ্টা পর টুইটে ওয়াকার জানান, তাঁকে বোলিং কোচ হওয়ার কোনো প্রস্তাব পিসিবি থেকে দেওয়া হয়নি, ‘আমি পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব নিতে পারি, এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে। সবাইকে স্পষ্ট করে বলতে চাই, আমাকে এমন কোনো প্রস্তাব দেওয়া হয়নি। আমার পাকিস্তানের কোচ হওয়ার কোনো ইচ্ছাও নেই। ধন্যবাদ।’
২০১৯ বিশ্বকাপের পর পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন ওয়াকার। পাকিস্তানের কোচ হিসেবে অভিজ্ঞতা যে খুব একটা ভালো, তা বলা যাবে না। বিশেষ করে ক্রিকেটারদের সঙ্গে তাঁর খারাপ সম্পর্ক নিয়ে কানাঘুষা হয়েছে বেশ।
শোনা যায়, মোহাম্মদ আমির নাকি তাঁর কারণেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। ব্যাটসম্যান আহমেদ শাহজাদও দাবি করেছিলেন, ওয়াকারের কারণেই নাকি তাঁর ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে গেছে। এমন নানা অভিযোগ নিয়েই ২০২১ সালের সেপ্টেম্বরে কোচের পদ থেকে পদত্যাগ করেন ওয়াকার।