প্রথম সাক্ষাতেই ক্রিকেটারদের অবাক করলেন হাথুরুসিংহে
প্রস্তুতি ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়। কিন্তু সকাল থেকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের মধ্যে একটা ব্যস্ততা। নতুন মেয়াদে বাংলাদেশ দলের প্রধান কোচ হয়ে এসেছেন চন্ডিকা হাথুরুসিংহে। সকাল ১০টায় প্রথমবারের মতো তিনি বসবেন ক্রিকেটারদের সঙ্গে। সেটা নিয়েই সবার মধ্যে রোমাঞ্চ।
যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব আল হাসান ছাড়া জাতীয় দলের আশপাশে থাকা বাকি ক্রিকেটারদের সঙ্গে হাথুরুসিংহের বৈঠকটা হয় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে। সেখানে ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন শ্রীলঙ্কান কোচ, পরে প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন নিজের পরিকল্পনা।
জাতীয় দলের অনেক ক্রিকেটার আগের মেয়াদেও হাথুরুসিংহেকে পেয়েছেন। আবার অনেকের জন্য এই প্রথম তাঁকে দেখা। বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের আগের পর্ব নিয়ে যে রকম গল্পগাথা ছড়িয়ে আছে, তাতে তাঁকে দেখা এবং তাঁর কথা শোনার বাড়তি আগ্রহ থাকারই কথা ক্রিকেটারদের।
আজ সে আগ্রহ তো মিটলই, ক্রিকেটাররা জানলেন, হাথুরুসিংহে তাঁদের সম্পর্কে জেনেই বাংলাদেশে এসেছেন। হাথুরুসিংহের এমন ‘হোম ওয়ার্ক’ দেখে একটু অবাকই হয়েছেন তাঁরা। সভা থেকে বেরিয়ে এক ক্রিকেটার বলেছিলেন, ‘মনে হয়েছে, তিনি আমাদের সম্পর্কে জেনে-বুঝেই এসেছেন।’
প্রথমবারের মতো হাথুরুসিংহের সাক্ষাৎ পাওয়া আরেক তরুণ ক্রিকেটার জানালেন তাঁর অভিজ্ঞতার কথা, ‘কোচ আমাদের সঙ্গে পরিচিত হয়েছেন। নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন। কী করতে চান, কী প্রত্যাশা...এসব। আমাদের মানসিকভাবে আরও শক্ত হতে বলেছেন। অনুপ্রেরণা দিয়েছেন।’
হাথুরুসিংহে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আজকের প্রস্তুতি ম্যাচ নিয়েও। এ ছাড়া জাতীয় দলের কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরনের সঙ্গেও লম্বা সময় আলাপ করেছেন কোচ।
ক্রিকেটারদের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে হাথুরুসিংহের দেখা মুমিনুল হকের সঙ্গে। মিরপুর স্টেডিয়ামের ড্রেসিংরুমের সামনে মিনিট পাঁচেক কথা হয় দুজনের।
বিদায়ের আগে ফোন নম্বর আদান-প্রদান করতে দেখা গেছে দুজনকে। আগেরবার অবশ্য এই হাথুরুসিংহেই মুমিনুলকে শুধু টেস্ট ক্রিকেটার বানিয়ে দিয়েছিলেন। ২৫ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিসিএলের শেষ রাউন্ডে খেলবেন মুমিনুল।