মোস্তাফিজ ফিরছেন চেন্নাইয়ে, কলকাতার বিপক্ষে কাল কি খেলবেন
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের একাদশে শুরু থেকেই নিয়মিত মোস্তাফিজুর রহমান, খেলেছেন প্রথম তিন ম্যাচের সব কটি। তবে চেন্নাইয়ের সর্বশেষ ম্যাচটিতে তিনি খেলতে পারেননি। মোস্তাফিজ বাংলাদেশ দলের বিশ্বকাপ-যাত্রার জন্য ভিসা-সংক্রান্ত কাজ সারতে ঢাকায় এসেছিলেন। আজ সন্ধ্যা ৬টার ফ্লাইটে আবার চেন্নাইয়ে ফিরে যাওয়ার কথা এই বাঁহাতি পেসারের।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ভিসা–প্রক্রিয়া শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ কারণে জরুরি ভিত্তিতে গত মঙ্গলবার ঢাকায় এসেছিলেন মোস্তাফিজ। যুক্তরাষ্ট্রের ভিসার জন্য পাসপোর্ট জমা দেওয়ার পর সেটি ফেরত পেতে এ কদিন দেশে থাকতে হয়েছে তাঁকে। আজ পাসপোর্ট ফিরে পেয়ে ভারতের উদ্দেশে যাত্রা করছেন মোস্তাফিজ।
দেশে থাকার সময় আইপিএলে চেন্নাইয়ের একটি ম্যাচ মিস করেছেন। শুক্রবারের ম্যাচটিতে মোস্তাফিজের সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৬ উইকেটে হেরেছে চেন্নাই। চেন্নাই সুপার কিংস তাদের পরের ম্যাচটি খেলবে আগামীকাল ঘরের মাঠে, প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।
এবারের আইপিএলে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরাও। কাল রাজস্থান রয়্যালসের স্পিনার যুজবেন্দ্র চাহাল ৮ উইকেট পাওয়ার আগপর্যন্ত এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনিই।