আইপিএল শুরুর আগে নিয়মে বড় পরিবর্তন

আইপিএলে ১০ দলের অধিনায়কেরাআইপিএল

আইপিএলে বলে থুতু ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছেন বোলাররা। করোনা মহামারির সময় সাময়িকভাবে, পরবর্তী সময়ে এটিকে স্থায়ীভাবেই নিষিদ্ধ করা হয়। এ ছাড়া শিশিরের প্রভাব কমাতে দ্বিতীয় ইনিংসের ১১ ওভার শেষে দ্বিতীয় নতুন বল ব্যবহার করার নতুন নিয়ম চালু হচ্ছে এবারের আইপিএলে।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ক্রিকেট সেন্টারে অধিনায়ক ও ম্যানেজারদের বৈঠকের সময় নতুন এই নিয়মের কথা জানিয়েছে বিসিসিআই।

বিসিসিআই সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত একটি সূত্র ক্রিকেট বিষয়ক পোর্টাল ক্রিকবাজকে নিয়ম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। ক্রিকেট বিষয়ক আরেক পোর্টাল ইএসপিএনক্রিকইনফোও এই দুটি নিয়ম পরিবর্তনের কথা জানিয়েছে।

আইপিএলে রাতের ম্যাচগুলোতে শিশিরের বড় প্রভাব থাকে। সে কারণে অনেক ক্ষেত্রেই টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়কেরা, যা টসে জেতা দলকে বাড়তি সুবিধা দেয়। এই বৈষম্য কমানোর উদ্দেশ্যেই দ্বিতীয় বলের নিয়ম চালু করা হচ্ছে। আর এই নিয়মটির বাস্তবায়ন হতে পারে শুধু দিনের দ্বিতীয় ম্যাচে।

দ্বিতীয় বলের নিয়ম চালু হচ্ছে আইপিএলে
বিসিসিআই

দ্বিতীয় নতুন বলটি নেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত বিসিসিআই আম্পায়ারদের ওপর ছেড়ে দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে একটি সূত্রের উদ্ধৃতি প্রকাশ করা হয়েছে, ‘বল পরিবর্তন করা দরকার কি না, তা আম্পায়াররাই নির্ধারণ করবেন। শিশিরের কতটা আছে, তা দেখে তাঁরা সিদ্ধান্ত নেবেন’।

আরও পড়ুন

বলে থুতু ব্যবহারের সিদ্ধান্তটিও হুট করে আসেনি। গত চ্যাম্পিয়নস ট্রফি চলার সময়েও আইসিসির কাছে বলে থুতু ব্যবহারের অনুমতি চেয়ে অনুরোধ জানিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। বলে থুতু ব্যবহারের সুযোগ না থাকায় বোলাররা রিভার্স সুইং করাতে পারছেন না বলে এমন অনুরোধ করেছিলেন তিনি।

বলে থুতু ব্যবহারের অনুমতি চেয়ে অনুরোধ জানিয়েছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি
এএফপি

শামির এই কথার পক্ষে মত দিয়েছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকার পেসার ভারনন ফিল্যান্ডার ও নিউজিল্যান্ড পেসার টিম সাউদি। অধিনায়কদের সঙ্গে বিসিসিআইয়ের হওয়া মিটিংয়ে নাকি বেশির ভাগ আইপিএল অধিনায়কও বলে থুতু ব্যবহারের পক্ষেই মত দিয়েছেন বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।

সাধারণত বল পুরোনো হয়ে গেলে এক পাশ উজ্জ্বল ও শক্ত করে তুলতে থুতু ব্যবহার করতেন ফাস্ট বোলাররা, যা পেসারদের রিভার্স সুইং এনে দিত। কিন্তু ২০২০ সালের মে মাসে করোনা মহামারির মধ্যে চিকিৎসকদের পরামর্শে থুতু ব্যবহার নিষিদ্ধ করা হলে রিভার্স সুইংও কমে যেতে থাকে। এবারের আইপিএলে থুতু ব্যবহারের অনুমতি কতটা কাজে লাগাতে পারেন বোলাররা, সেটা সময়ই বলবে।

আরও পড়ুন