ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে নাজমুলের বিকল্প কে
নাজমুল হোসেনের কুঁচকির চোট বড় এক ধাক্কাই হয়ে এসেছে বাংলাদেশ দলের জন্য। শারজায় আজ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে খেলতে পারছেন না অধিনায়ক। খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজেও।
শারজার শেষ ম্যাচে নাজমুলের খেলা নিয়ে সংশয় ছিল দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ার পর থেকেই। এ ধরনের চোট খুব গুরুতর না হলেও সেরে ওঠতে সপ্তাহখানেক সময় লেগে যায়। নাজমুলের চোটটি যে একটু গুরুতরই, তা নিশ্চিত হওয়া গেছে গতকাল করানো এমআরআই রিপোর্ট টিম ম্যানেজমেন্টের হাতে আসার পর।
পরে বিসিবি আজ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে খেলবেন না নাজমুল। তাঁর খেলা হবে না অ্যান্টিগা ও জ্যামাইকায় ২২ ও ৩০ নভেম্বর শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্টেও। দুই টেস্ট, তিন ওয়ানডে আর তিন টি–টোয়েন্টির সিরিজটি শুরুই হবে টেস্ট ম্যাচ দিয়ে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘শারজায় গতকাল শান্তর (নাজমুল) এমআরআই করানো হয়েছে। আমরা দলের ফিজিও এবং স্ক্যান রিপোর্ট পেয়েছি। কুঁচকিতে তিনি গ্রেড টু পর্যায়ের চোট পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। সেরে উঠতে নির্দিষ্ট একটা সময় তাঁকে বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যে থাকতে হবে। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে তিনি ছিটকে পড়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও তাঁকে পাওয়া যাবে না। দুই সপ্তাহ পর আমরা তাঁর অবস্থা পুনর্মূল্যায়ন করব। পুনর্বাসনের প্রক্রিয়া চালিয়ে যেতে তিনি আরব আমিরাত থেকে দেশে ফিরবেন।’
এ অবস্থায় টেস্ট সিরিজের জন্য নাজমুলের বিকল্প কাউকে দলে নেওয়ার চিন্তাভাবনা হচ্ছে। সেই বিকল্প কে হবেন, তা এখনো জানায়নি বিসিবি। তবে জানা গেছে, এ ক্ষেত্রে চলতি জাতীয় লিগের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নাজমুলের বিকল্প হিসেবে সম্ভাব্যদের তালিকায় আছেন এরই মধ্যে সেঞ্চুরি পাওয়া মার্শাল আইয়ুব, ডাবল সেঞ্চুরি করা অমিত হাসান ও কক্সবাজারের আজই চট্টগ্রামের হয়ে বরিশালের বিপক্ষে সেঞ্চুরি (১১৬) করা ডানহাতি ব্যাটসম্যান শাহাদাত হোসেন।
তবে দলে আসার সম্ভাবনা শাহাদাতেরই বেশি বলে জানিয়েছে একটি সূত্র। কারণ, জাতীয় দলের সঙ্গে সাম্প্রতিক সময়ে সংশ্লিষ্টতা ছিল, এমন কাউকেই প্রাধান্য দিতে চান নির্বাচকেরা। এরই মধ্যে চারটি টেস্ট খেলা শাহাদাত সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে না খেললেও গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে খেলেছেন।
আঙুলে চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকতে পারেননি আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। এখন নাজমুলও নেই। এই দুজনের অনুপস্থিতিতে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের ব্যাটিংটা একটু অনভিজ্ঞই হয়ে গেল। দায়িত্ব বেড়ে গেল মুমিনুল হক আর লিটন দাসের।
জ্বরে পড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে খেলার বাইরে আছেন লিটন। পুরোপুরি সুস্থ না হওয়ায় ছিলেন না আফগানিস্তান সিরিজের দলেও। তবে ওয়েস্ট ইন্ডিজ যাত্রার উদ্দেশ্যে একটু আগেই দুবাইয়ে চলে গেছেন তিনি। আফগানিস্তান সফরের দলে না থাকা টেস্ট দলের সাত ক্রিকেটারও আজ দেশ ছাড়ছেন। দুবাই থেকে পুরো দল একসঙ্গে যাবে অ্যান্টিগায়।