লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব-শরীফুল-হৃদয়দের ম্যাচগুলো কবে, কখন
এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের আর কোনো ম্যাচ নেই। ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ শেষে তাই লম্বা ছুটি পেয়েছিলেন খেলোয়াড়েরা। সেই ছুটি এরই মধ্যে শেষ হয়ে গেছে।
এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে মিরপুরে আগামীকাল শুরু হতে যাওয়া কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন ক্রিকেটাররা। তবে সবাই নন। সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলামদের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার ছাড়পত্র দিয়েছে বিসিবি।
এলপিএলের চতুর্থ আসর শুরু হচ্ছে আজ, চলবে ২০ আগস্ট পর্যন্ত। এবারের আসরে খেলবেন চার বাংলাদেশি—সাকিব, হৃদয়, শরীফুল ও মোহাম্মদ মিঠুন। উইকেটরক্ষক–ব্যাটসম্যান মিঠুন অনেক দিন হলো জাতীয় দলের বাইরে। কন্ডিশনিং ক্যাম্পেও মিঠুনকে রাখা হয়নি। প্রত্যাশিতভাবে বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন তিনি।
সাকিব ও মিঠুনকে সতীর্থ হিসেবে দেখা যাবে। তাঁরা খেলবেন গল টাইটানসে। প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পাওয়া শরীফুল ও হৃদয় খেলবেন আলাদা দলে। শরীফুলের দল কলম্বো স্ট্রাইকার্স, হৃদয়ের জাফনা কিংস। এলপিএলের আগের তিন আসরেই চ্যাম্পিয়ন হয়েছে হৃদয়ের জাফনা।
এবারের এলপিএলে খেলার কথা ছিল তাসকিন আহমেদেরও। ২৮ বছর বয়সী ফাস্ট বোলারকে নিয়েছিল আরেক ফ্র্যাঞ্চাইজি ডাম্বুলা অরা। তবে ‘চোটপ্রবণ’ তাসকিন টানা খেলার মধ্যে থাকায় ও তাঁর ওয়ার্কলোড বিবেচনায় অনুমতি দেয়নি বিসিবি।
সাকিবকে এবার নিলামের আগেই দলে ভিড়িয়েছে গল। এবারই প্রথম শ্রীলঙ্কার ঘরোয়া লিগে খেলবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। তিনি অবশ্য আফগান সিরিজ শেষেই ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে ব্যস্ত। কানাডার গ্লোবাল টি–২০তে খেলেছেন মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে। তবে এলপিএলের কারণে গ্লোবাল টি-২০–এর মাঝপথে কানাডা ছেড়ে শ্রীলঙ্কায় গেছেন।
চার বাংলাদেশি তিনটি আলাদা দলে থাকায় স্বাভাবিকভাবেই একে অন্যের মুখোমুখি হবেন। অন্য লিগগুলোর মতো এলপিএলও রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়ায় প্লে–অফের আগে দেখা হবে দুবার করে।
প্রেমাদাসা স্টেডিয়ামে আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শরীফুলের কলম্বো ও হৃদয়ের জাফনা। খেলা শুরু হবে রাত আটটায়, সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ৩।
শরীফুল–হৃদয়ের বন্ধুত্বের কথা সবার জানা। দুজন বাংলাদেশের হয়ে জিতেছেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ। তাঁদের রসায়ন জমেছে জাতীয় দলেও। সিলেটে কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে এ দুজনই বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। এলপিএলে সাকিব–মিঠুনের দল গলের প্রথম ম্যাচ আগামীকাল বেলা সাড়ে তিনটায়, প্রতিপক্ষ ডাম্বুলা।
এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশি খেলোয়াড়দের ম্যাচগুলো কবে, কখন—একনজরে দেখে নেওয়া যাক।