রোহিত আউট হয়েছেন, রোহিত আউট হননি
গতকাল ৩০ এপ্রিল ছিল রোহিত শর্মার ৩৬তম জন্মদিন। বিশেষ এই দিন উদ্যাপনের মঞ্চও প্রস্তুত ছিল মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়কের জন্য। একে তো জন্মদিন, তার ওপর আইপিএলে ১০০০তম ম্যাচ আর জিততে ২১৪ রানের লক্ষ্য ছিল সামনে। রাজস্থান রয়্যালসের এই লক্ষ্য ৩ বল হাতে রেখে মুম্বাই ৬ উইকেটে জিতেছে ঠিকই, তবে রোহিত সম্ভবত জন্মদিনটা পুরোপুরি উপভোগ করতে পারেননি। না, মাত্র ৩ রানে আউট হয়েছেন সে জন্য নয়, বরং বলা ভালো যেভাবে আউট হয়েছেন, সম্ভবত সে জন্য। আউটটি যে বিতর্ক উসকে দিয়েছে!
সামাজিক যোগাযোগমাধ্যমে এটা নিয়ে ঝড় উঠেছে। ভারতের সংবাদমাধ্যমও প্রতিবেদন করেছে। ম্যাচের স্কোরকার্ড বলছে, ৫ বলে ৩ রান করে সন্দ্বীপ শর্মার বলে বোল্ড আউট হয়েছেন রোহিত। কিন্তু তাঁর আউটের ভিডিও পুনরায় দেখার পর কারও কারও মনে হতে পারে, রোহিত দুর্ভাগা। আউটটি হয়নি। অর্থাৎ, উইকেটে থাকলে হয়তো ইনিংস বড় করতে পারতেন আর দলকে জেতাতে পারলে নিজের ৩৬তম জন্মদিনটাও হতো ‘সোনায় সোহাগা।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মুম্বাই ইনিংসের দ্বিতীয় ওভারে সন্দ্বীপ শর্মার ‘নাকল বল’ রোহিত ব্যাকফুটে অফসাইডে খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু বলের গতিবৈচিত্র্যে হার মেনে ব্যাটে খেলতে পারেননি। বল অফ স্টাম্পের মাথার ওপরে বেলস ছুঁয়ে রাজস্থানের উইকেটকিপার সঞ্জু স্যামসনের গ্লাভসে জমা পড়ে। আউট হওয়ার পর বিস্ময়ে স্টাম্পের দিকে তাকিয়ে ছিলেন মুম্বাই অধিনায়ক। এটুকু হলো ম্যাচের তাৎক্ষণিক পরিস্থিতির বিবরণ।
কিন্তু আউট হওয়ার পর সেই মুহূর্তের ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কাটাছেঁড়া করেছেন মুম্বাইয়ের সমর্থকেরা। আর তাতেই বিতর্কটা উসকে উঠেছে। ভিডিওটি ‘জুম’ করে বারবার দেখে মনে হয়েছে, বল স্টাম্পের মাথার বেলসে আঘাত করেছে ঠিকই, বেলসের লাল বাতিও জ্বলেছে কিন্তু বেলস তখনই পড়েনি। বল স্যামসনের গ্লাভসবন্দী হওয়ার পর তাঁর গ্লাভসের একটি অংশের সূক্ষ্ম আঘাতে বেলস পড়েছে। ভারতের সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ এ নিয়ে করা প্রতিবেদনে জানিয়েছে, ভিডিও দেখে মনে হয়েছে, রোহিতের আউটটি বৈধ ছিল না।
রোহিত আউট হওয়ার পর রিভিউ নেননি। কিংবা মাঠের দুই আম্পায়ারও রিভিউ নিয়ে বিষয়টি পরিষ্কার করেননি। তবে মুম্বাইয়েরও জিততে সমস্যা হয়নি। ক্যামেরন গ্রিনের ২৬ বলে ৪৪, সূর্যকুমার যাদবের ২৯ বলে ৫৫ আর শেষ দিকে টিম ডেভিডের ১৪ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংসে ঠিকই জিতেছে মুম্বাই। কিন্তু রোহিত? নাহ, জিতলেও জন্মদিনে মুম্বাই অধিনায়কের একটু অতৃপ্তি থাকাই স্বাভাবিক!