নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারবেন তো নাজমুল
বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে, চোট কাটিয়ে লাহোরে দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাস। এমন সুখবরের মধ্যেই হঠাৎ করে এল বড় দুঃসংবাদ। দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটসম্যান নাজমুল হোসেন হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৮৯ রানের পর আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলেছেন নাজমুল। এশিয়া কাপে গতকাল পর্যন্ত সবচেয়ে বেশি রান তাঁরই। মেহেদী হাসান মিরাজের সঙ্গে তাঁর দারুণ এক জুটিতেই গত রোববার আফগানদের হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে ওই ম্যাচেই ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন নাজমুল।
গতকাল বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘ব্যাটিংয়ের সময় সে হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভবের কথা জানিয়েছে। পরে ফিল্ডিংও করতে পারেনি। এমআরআই স্ক্যান করে দেখা গেছে, তার মাংসপেশি ছিঁড়ে গেছে। সতর্কতা হিসেবে সে এই টুর্নামেন্টে (এশিয়া কাপ) আর খেলবে না এবং সেরে ওঠার প্রক্রিয়া সম্পন্ন করতে দেশে ফিরবে, এরপর বিশ্বকাপের প্রস্তুতি নেবে।’
নাজমুল নিজেও পরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নিজের চোটের খবর দিয়েছেন, ‘এশিয়া কাপ ২০২৩-এ আমার যাত্রা এখানেই শেষ। আমি পেশির চোটে ভুগছি এবং টুর্নামেন্টে আর খেলব না। টুর্নামেন্টের বাকি অংশের জন্য আমার বাংলাদেশ দলকে শুভকামনা। শিগগিরই দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতি নেব ইনশা আল্লাহ। সবাইকে সমর্থনের জন্য ধন্যবাদ।’
বিসিবি সূত্রে জানা গেছে, গতকালই নাজমুলকে দেশে ফেরানোর ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছিল। তবে টিকিট পাওয়া যায়নি বলে তিনি দেশে ফিরছেন আজ। সূত্র আরও জানিয়েছে, এই চোট থেকে সেরে উঠতে নাজমুলের তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে। যে কারণে এ মাসের শেষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তাঁকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। সেটা যদি হয়, তাহলে নাজমুলের বিশ্বকাপ প্রস্তুতিও একটা বড় ধাক্কা খাবে।