আইরিশদের দেওয়া একের পর এক সুযোগ নিতে পারল না বাংলাদেশ
এবার আর রেকর্ড হলো না!
শেষ দুই ওভারে রান লাগত ১৮। ওরলা প্রেনডারগাস্টের করা ১৯তম ওভারের প্রথম বলে বোল্ড স্বর্ণা আকতার। সেই ওভারেরই চতুর্থ বলে রিতুমনি আউট হওয়ার আগে খেলেন দুটি ডট বল। জান্নাতুল ফেরদৌস খেলেন আরও দুই ডট।
বাংলাদেশের ১২ বলে ১৮ রানের সমীকরণ তাতে বেড়ে দাঁড়ায় ৬ বলে ১৮ রান। অন্যপ্রান্তে ১২ বলে ২২ রান করে অপরাজিত থাকা শারমিন আকতার শেষ ওভারে এই কঠিন সমীকরণ মেলাতে পারেননি।
১৭০ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ১৫৭ রানে থেমে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরেছে ১২ রানে। তাতে হাতছাড়া হয়েছে বাংলাদেশের মেয়েদের আরও একটি রেকর্ড গড়ার সুযোগ।
ঢাকায় ওয়ানডে সিরিজে পাওয়া টানা জয়ের ছন্দেও ছেদ পড়ল এই হারে। ৩–০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর টি–টোয়েন্টি সিরিজটা শুরু হলো হার দিয়ে। আয়ারল্যান্ড নারী দল মিরপুরে যেটা করতে পারেনি, সেটাই করল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড শ্রীলঙ্কার বিপক্ষে। ২০২৩ সালে ১৪৫ রান তাড়া করে জেতেছিল বাংলাদেশ। আজ আইরিশ মেয়েদের ১৬৯ রান তাড়া করে জিতলে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটা নতুন করে লিখতে পারত বাংলাদেশ নারী দল।
এর আগে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে আসে ঘরের মাঠে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়।
আয়ারল্যান্ডের বিপক্ষে এবারের সিরিজে বাংলাদেশের মেয়েরা তাই রেকর্ড গড়ার মধ্যেই ছিল। আজও ছিল সেরকমই এক সুযোগ। ১৭০ রানের লক্ষ্যে দুই ওপেনার দিলারা আক্তার ও শোবানা মোস্তারির গড়েন শতরানের জুটি। ৪৬ রান করে শোবানা যখন আউট হয়েছেন তখন বাংলাদেশের রান ১০৩।
যা টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি ও প্রথম শতরানের জুটি। কৃতিত্বটা বাংলাদেশের দুই ওপেনারকে তো দিতেই হবে। তবে তাতে আয়ারল্যান্ড ফিল্ডারদের অবদানও কম নয়! আইরিশ ফিল্ডাররা এত বেশি ক্যাচ ছেড়েছেন যে হিসাব রাখাই কঠিন হয়ে যাচ্ছিল। বেশ কয়েকটি রানআউটের সুযোগও মিস করেছে তারা।
৪৬ রানে শোবানা ফিরে যাওয়ার পরই বাংলাদেশ জয়ের কক্ষপথ থেকে সরে যায়। শেষ ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা করতে পেরেছে মাত্র ৫৪ রান। ফিফটি পাননি আরেক ওপেনার দিলারা আক্তারও (৪৯)। শেষ দিকে লড়াই করেছেন মূলত শারমিন ও তাজ নেহার। ১৩ বলে ২৩ রান করেছেন শারমিন, তাজ ১৪ বলে ১৯।
এর আগে আয়ারল্যান্ডও বড় সংগ্রহ তুলেছে তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক গ্যাবি লুইস ও লিয়া পল শতরানের জুটির সুবাদে। মাত্র ৬৪ বলে ১০৭ রানের জুটি গড়েন এই দুজন। টি–টোয়েন্টিতে তৃতীয় উইকেটে যা আয়ারল্যান্ড নারী দলের সর্বোচ্চ জুটি। লুইস ৪২ বলে ৬০ রান করে আউট হলেও পল অপরাজিত ছিলেন ৭৯ রানে।
অবশ্য আয়ারল্যান্ডের সংগ্রহটা আরও বড় হতে পারত। ইনিংসের প্রথম ১৬ ওভারে ১৪১ রান করা আইরিশরা শেষ ৪ ওভারে তুলেছে ২৮ রান। ফারিহা তৃষ্ণা লুইসকে বোল্ড করে রানের গতি থামিয়ে দেন। লুইস-লিয়া জুটি ৯ ওভার থেকে ১৬ ওভার পর্যন্ত রীতিমতো ঝড় তোলেন। এই সময়ে দুজনে মিলে করেছেন ৮৫ রান।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড নারী দল: ২০ ওভারে ১৬৯/৫(লুইস ৬০, পল ৭৯*; নাহিদা ১/২০, ফারিহা ১/৩২)
বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ১৫৭/৭( দিলারা ৪৯, শোবানা ৪৬; প্রেনডারগাস্ট ৩/ ২৪, কেলি ৩/২২)
ফল: আয়ারল্যান্ড ১২ রানে জয়ী