আমলাকে ছাড়িয়ে গিলের রেকর্ড

৩৮ ইনিংসেই ২০০০ রানের মালিক শুবমান গিলছবি: এএফপি

পুনেতে বাংলাদেশের বিপক্ষেই রেকর্ডটা হয়ে যেত। কিন্তু ইনিংসটা বড় করতে পারেননি বলে হয়নি। ৫২ রানে ফিরেছিলেন সে ম্যাচে। আর ১৪ রান করলেই ওয়ানডে ইতিহাসে দ্রুততম ২০০০ রানের মালিক হয়ে যেতেন।

সেই রেকর্ডটিই আজ ধর্মশালায় স্পর্শ করলেন শুবমান গিল। পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাকে।

আজ ধর্মশালায় গিল ব্যাট করতে নামেন নিউজিল্যান্ডের ২৭৩ রান তাড়ায়। ইনিংসের সপ্তম ওভারে তৃতীয় বলে ট্রেন্ট বোল্টকে চার মেরে ১২ থেকে ১৬ রানে পৌঁছান গিল। এই চারে তিনি দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। দুই হাজার রান করতে গিলের লেগেছে ৩৮ ইনিংস। এত দিন রেকর্ডটা যার দখলে ছিল, সেই আমলার লেগেছিল ৪০ ইনিংস। ২০১১ সালে পোর্ট এলিজাবেথে ভারতের বিপক্ষে দুই হাজার রানের মাইলফলটি স্পর্শ করেছিলেন আমলা।

ডেঙ্গুর কারণে বিশ্বকাপে ভারতের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি শুবমান গিল
ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি রেকর্ডটা কেড়ে নিয়েছিলেন পাকিস্তানের জহির আব্বাসের কাছ থেকে। ১৯৮৩ সালে জয়পুরে ভারতের বিপক্ষে নিজের ৪৫তম ইনিংসে দুই হাজারের ঘরে পৌঁছেছিলেন আব্বাস। ২৮ বছর রেকর্ডটা তাঁর নামে ছিল। ৪৫ ইনিংসে দুই হাজার রানের মাইলফলক স্পর্শের কীর্তি আছে কেভিন পিটারসেন, বাবর আজম ও রেসি ফন ডার ডুসেনের।

হাশিম আমলাকে পেছনে ফেললেন গিল
ফাইল ছবি

বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি গিলের তৃতীয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে খেলার আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন তিনি। খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও।

সুস্থ হয়ে মাঠে ফেরেন পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে। যদিও বাবর আজমদের বিপক্ষে আউট হয়েছি মাত্র ১৬ রান করে। কিন্তু পুনেতে বাংলাদেশের সঙ্গেই কথা বলা শুরু করেছে তাঁর ব্যাট।