২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বিপিএল নিয়ে হাথুরুসিংহের সমালোচনার জবাব দিলেন মুশফিক

বিপিএল এর খেলোয়াড়দের যে আর্থিক সহায়তা দেয়, তাতে এর মান খারাপ হওয়ার কোনো সুযোগ নেই—এমন মনে করেন মুশফিকুর রহিম। জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সমালোচনার জবাবে আজ এমন বলেছেন ফরচুন বরিশালের হয়ে খেলা এই উইকেটকিপার-ব্যাটসম্যান। হাথুরুসিংহে ঠিক কোন ‘মর্মে’ এমন বলেছেন, সেটি তাঁকেই জিজ্ঞাসা করতেও বলেন তিনি।

কদিন আগে একটি সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেছিলেন, বিপিএল দেখার সময় মাঝেমধ্যে তিনি টিভি বন্ধ করে দেন। কিছু খেলোয়াড় ‘কোনো মানেরই’ নন বলেও মন্তব্য করা হাথুরুসিংহে এর পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন।

আরও পড়ুন

আজ রংপুর রাইডার্সের বিপক্ষে ফরচুন বরিশালের ম্যাচের পর সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল মুশফিককে। এর উত্তরে শুরুতে তিনি বললেন, ‘প্রথম কথা যদি বলেন ভাই, বিপিএল না হলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যাবে। এটা ভাই আমার মোদ্দাকথা। এখানে (এক মৌসুমে) যে পারিশ্রমিক পায় (খেলোয়াড়েরা), জাতীয় দলে দু-তিন বছর যদি শীর্ষ পর্যায়ের বেতন পান, তাহলে হয়তো (এর সমান) আয় করতে পারবেন। এমনই সরল। এটার মান এত খারাপ হবে, এটা কোন দিক থেকে চিন্তা করেন!’

জয়ের পর মুশফিকুর রহিম
প্রথম আলো

কেন মান খারাপ হবে না, সে ব্যাখ্যাও দিয়েছেন দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচসেরা মুশফিক, ‘কোনো খেলোয়াড়ই চাইবে না এখানে খারাপ খেলে পরের বছর অবিক্রীত থেকে ঘরে বসে খেলা দেখতে। এটার মান যদি বলেন, অবশ্যই অনেক উঁচুতে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে একটা–দুইটা উইকেট এদিক-ওদিক হয়। রান করাটা একটু কঠিন হয়ে যায়। কিন্তু সব মিলিয়ে এ বছর অনেক ভালো ছিল। খেলার মানও আগের থেকে ভালো হয়েছে।’

আরও পড়ুন

এরপরও কেউ সমালোচনা করে থাকলে কেন করছেন, তা ঠিক বোধগম্য হচ্ছে না মুশফিকের, ‘আমার মনে হয় এটা যাঁরা বলেছেন, তাঁরা কোন মর্মে বলেছেন, তাঁদের গিয়ে জিজ্ঞাসা করেন। কিন্তু আমার কাছে মনে হয়, বিপিএলের মান থেকে শুরু করে সবকিছুই উন্নত হচ্ছে।’