তামিম আর আফ্রিদি, নাহিদ রানার কামান আর আজিজুলের ছক্কা
দুই দিন পরই শুরু বিপিএল। দলগুলো অনুশীলনে নেমে পড়েছে পুরোদমে। একেকটি দলে যোগ দিচ্ছেন বড় বড় তারকা। গতকাল ঢাকায় এসে আজ ফরচুন বরিশালের অনুশীলনে যোগ দিয়েছেন পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি। মিরপুরে বিসিবির একাডেমি মাঠে বরিশালের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে হাস্যোজ্জ্বল দেখা গেছে আফ্রিদিকে। দলগুলোর অনুশীলনের নির্বাচিত ছবি নিয়ে আজকের এই ফটোফিচার। শুধু আফ্রিদি নয়, ছবির গল্পে থাকবেন নাহিদ রানা, আজিজুল হাকিমরাও!
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮