২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সাকিব মিথ্যা মামলার আসামি, বলছেন মুমিনুল

সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা নিয়ে মুখ খুলেছেন মুমিনুল হকপ্রথম আলো

রাওয়ালপিন্ডি টেস্টের মধ্যেই ঢাকায় হওয়া এক হত্যা মামলায় আসামি করা হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই মামলায় আসামি করা হয়েছে মোট ১৫৬ জনকে।

তবে রাওয়ালপিন্ডিতে অবিস্মরণীয় জয়ের পর আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবের বিরুদ্ধে মামলাটিকে ‘মিথ্যা মামলা’ বলে অভিহিত করেছেন টেস্ট দলের আরেক ক্রিকেটার ও সাবেক অধিনায়ক মুমিনুল হক। ফেসবুকে তিনি লিখেছেন, ‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তাঁর হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!’

সঙ্গে যোগ করেছেন, ‘গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম, সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায়বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সব সময়ই সমর্থন ছিল, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবে সাকিব ভাই।’

মুমিনুল হকের ফেসবুক পোস্টের স্ক্রিনশট

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫০ রান করা মুমিনুল টেস্ট জয়ের পর ফেসবুকে আরেকটি পোস্ট দিয়েছেন। সাকিব প্রসঙ্গে লিখেছেন সেখানেও, ‘সাকিব ভাই সব সময়ই দলের সবার জন্য অনুপ্রেরণা। দলের প্রয়োজনে বরাবরই জ্বলে ওঠেন তিনি; ইতিহাস গড়ার ম্যাচে সাকিব ভাইয়ের স্পেলও ছিল সমান কার্যকরী। আপনার সার্ভিস আরও লম্বা সময় বাংলাদেশ দল পাবে, সেটাই প্রত্যাশা। আপনার ভালো-খারাপ সব সময়ই পাশে আছি সবাই।’

আরও পড়ুন

একই স্ট্যাটাসে মুমিনুল প্রশংসা করেছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজেরও, ‘আলহামদুলিল্লাহ, পাকিস্তানের মাটিতে জয়ে দারুণ এক শুরু। মুশফিক ভাই, মিরাজ দুর্দান্ত পারফর্ম করেছে। মুশফিক ভাই নিজের ম্যাচসেরার পুরস্কারের অর্থ বন্যার্তদের জন্য দিয়েছেন। সংকটকালীন এই অবস্থা দ্রুতই কাটিয়ে উঠুক বন্যার্তরা।’
দেশের ক্রান্তিকালে বাংলাদেশ দলকে সমর্থন দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুমিনুলের আশাবাদ, ‘চলমান সংকট দ্রুত কাটিয়ে উঠবে, সেই দোয়া আমাদের সবার।’

আরও পড়ুন