২৪ ঘণ্টার মধ্যেই চিরতরে বর্জনের সিদ্ধান্ত থেকে সরে ইহসানউল্লাহ বললেন, ‘ভুল হয়েছে, ক্ষমা চাই’
সিদ্ধান্ত ঘুরতে ২৪ ঘণ্টাও লাগল না। পিএসএলে দল না পেয়ে ক্ষোভে পিএসএল থেকে অবসর নেওয়ার সঙ্গে টুর্নামেন্টটিকে চিরতরে বর্জনের ঘোষণা দিয়েছিলেন ইহসানউল্লাহ। পরশু এ ঘোষণা দেওয়ার পর কালই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন পাকিস্তানি পেসার। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ক্ষমা চেয়ে এই পেসার বলেছেন, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তটি ভুল ছিল।
চোটে পড়ার আগে দ্রুতগতিতে বোলিং করতে পারায় সবার পছন্দের শীর্ষে ছিলেন ইহসানউল্লাহ। ২০২৩ সালের পিএসএলে মুলতান সুলতানসের হয়ে ইহসানউল্লাহ ১৪ ম্যাচে উইকেট পান ২৩টি। বল করেন ১৫০ কিলোমিটার গতিতে। তাতে হুট করেই তাঁকে ২০২৩ সালের এপ্রিলে নিয়ে আসা হয় জাতীয় দলে।
তবে চোট থেকে ফেরার পর তাঁকে নিয়ে আগ্রহ দেখাল না কোনো দল। এমনকি সেই মুলতান সুলতানসও। আগের মতো গতিতে ইহসানউল্লাহ বোলিং করতে পারবেন না বলে আরও এই পেসারের মন ভেঙেছেন মুলতান সুলতানসের মালিক আলী তারিন। এসবের পরই সংবাদমাধ্যমে ক্ষোভ ঝেড়েছিলেন এই পেসার, ‘আমি পিএসএলকে বয়কট করছি, অবসর নিচ্ছি। আমাকে আর কোনো দিন পিএসএল খেলতে দেখবেন না। আমি আর কোনো দিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলব না।’
সেই সিদ্ধান্ত থেকে সরে এসে কাল জিও সুপারকে ইহসানউল্লাহ বলেছেন, ‘আপনি জানেন, ফ্র্যাঞ্চাইজিগুলো আমাকে দলে নেয়নি। তাতে পরিবার ও সাধারণ সাধারণ মানুষের কথাতে আমি বিরক্ত হয়েছি। সে কারণে আবেগতাড়িত হয়ে সিদ্ধান্তটি নিয়েছিলাম। পিএসএলের এখনো ৪ মাস বাকি, আমি এ সময়ে কষ্ট করে যাব, আল্লাহ চাইলে যারা এখন আমাকে নেয়নি, তারা পরে দলে নিতে পারে। সুতরাং পিএসএল থেকে অবসরের কোনো পরিকল্পনা নেই। আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম।’
ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করে আলোচনায় এসেছিলেন। চোট থেকে ফেরার পর সেই গতি আর দেখা যায়নি। চোট কাটিয়ে শেষ পর্যন্ত ইহসানউল্লাহ ফেরেন গত মাসে। চ্যাম্পিয়নস টি-টোয়েন্টি কাপে ৪ ম্যাচে উইকেট নেন ২টি। বোলিংয়ে আগের মতো গতি ছিল না।
ইহসানউল্লাহ এখনো যদিও আশাবাদী, ‘স্পিডগান অনুসারে ঘণ্টায় ১৩০-৩৫ কিলোমিটারে বোলিং করছি, সেটা আসলে টিভিতে যা দেখা যায়, তার ১৪০ কিলোমিটার গতির সমান। এক দিন আগে পেশোয়ারে একটি ম্যাচে আমি আরও গতিতে বোলিং করার চেষ্টা করেছি, সেখানে ঘণ্টায় ১৪২ কিলোমিটারও ছুঁয়েছি। আমি ধীরে ধীরে উন্নতি করার চেষ্টা করব। পিএসএল শুরু হতে অনেক সময় বাকি, কিছু ঘরোয়া টুর্নামেন্টও সামনে আছে। গতকালের রাতের সিদ্ধান্ত ভুল ছিল।ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ক্ষমা চাইছি। রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে ভুল করেছি।’