শীর্ষস্থান খোয়ালেন সাকিব, র্যাঙ্কিংয়ে হৃদয়ের উন্নতি
আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খুইয়েছেন সাকিব আল হাসান। শেষ কয়েক দিন শ্রীলঙ্কা অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে সাকিব নেমে গেছেন দুইয়ে, এখন এককভাবে শীর্ষে হাসারাঙ্গা।
গত ১৫ মে প্রকাশিত র্যাঙ্কিংয়ে সাকিব ও হাসারাঙ্গা—দুজনেরই রেটিং পয়েন্ট ছিল সমান ২২৮। এখন সাকিবের রেটিং পয়েন্ট ২২৩। হাসারাঙ্গার পয়েন্ট আগের মতোই ২২৮।
২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত টানা টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাকিব। গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের মাঝে একবার দুইয়ে নেমে গিয়েছিলেন, সিরিজের মাঝেই শীর্ষস্থান ফিরেও পেয়েছিলেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে ৩ ম্যাচ খেলে সাকিব উইকেট নেন মাত্র ১টি। অন্যদিকে ব্যাটিংয়ে ৩ ম্যাচ খেলে করেন ৩৬ রান।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সাকিবের পরের অবস্থান মেহেদী হাসানের। তিনিও যুক্তরাষ্ট্র সিরিজের পর সাত ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪৭ নম্বরে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠেছেন তাওহিদ হৃদয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩ ম্যাচে ৮৩ রান করেন তিনি, এ সিরিজের সর্বোচ্চ রান ছিল তাঁরই। অন্যদিকে ফর্ম খুঁজে ফেরা লিটন দাস ও অধিনায়ক নাজমুল হোসেনের অবনতি হয়েছে। লিটন ৫ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪০ নম্বরে, ৪ ধাপ পিছিয়ে এখন ৪৪ নম্বরে অবস্থান করছেন নাজমুল। এরপরও লিটনই বাংলাদেশিদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার চেয়ে এগিয়ে।
অন্যদিকে ৩৪ ধাপ এগিয়ে প্রথমবারের মতো শীর্ষ ১০০-তে জায়গা করে নিয়েছেন তানজিদ হাসান। এ বাঁহাতি ওপেনার আছেন ৮৪ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠেছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচে ৬টি সহ সিরিজে তিনি নেন ১০টি উইকেট।
চোটের কারণে যুক্তরাষ্ট্র সিরিজে না খেলা আরেক পেসার তাসকিন আহমেদ ৫ ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৮ নম্বরে। এর বাইরে এক ধাপ পিছিয়ে সাকিব ৩১ ও ৩ ধাপ পিছিয়ে মেহেদী আছেন ৩২ নম্বরে।