দিলারার রেকর্ড সেঞ্চুরি, ৪০৪ রান তোলা আবাহনীর ৩৬৮ রানের জয়
প্রথমে দিলারা আক্তার গড়লেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এরপর আবাহনী লিমিটেড গড়ল সর্বোচ্চ স্কোরের রেকর্ড। সে ম্যাচ আবাহনী শেষ পর্যন্ত জিতেছে রেকর্ড ব্যবধানেই।
বিকেএসপির চার নম্বর মাঠে মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবের বিপক্ষে আবাহনী ওপেনার দিলারা আক্তার সেঞ্চুরি পূর্ণ করেন ৫৩ বলে। মেয়েদের লিগে এটিই এখন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আগের রেকর্ডটি ছিল মোহামেডানের জেসিয়া আক্তারের। ২০২২-২৩ মৌসুমে কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে ৬৬ বলে শতক করেছিলেন।
ইনিংসে দিলারা মারেন ১৩টি চার ও ৫টি ছক্কা। শারমিন সুলতানার সঙ্গে ওপেনিং জুটিতেই ১৩৮ রান যোগ করেন তিনি। শারমিন আউট হন ৪০ বলে ৩৮ রান করে।
সেঞ্চুরি পেয়েছেন আবাহনী ব্যাটার স্বর্ণা আক্তারও। ৭০ বলে তিন অঙ্কে পৌঁছান স্বর্ণা। ৯০ বলে ১১৮ রানের ইনিংস খেলার পথে চতুর্থ উইকেটে প্রত্যুষা কুমারের সঙ্গে স্বর্ণা গড়েন ১৫২ রানের জুটি। স্বর্ণা তাঁর ইনিংসে মারেন ১০টি চার ও ৫টি ছক্কা। ৫০ বলে ৪৭ রান প্রত্যুষার।
শেষ দিকে নাহিদা আক্তারের ২৩ বলে অপরাজিত ৪৫ ও অধিনায়ক জাহানারা আলমের ১৫ বলে ২৯ রানের অপরাজিত ক্যামিও ইনিংসে ৫০ ওভারে ৬ উইকেটে ৪০৬ রান তোলে আবাহনী। লিগে এটিই এখন সর্বোচ্চ স্কোর। গত ২৩ মে বিকেএসপির ৩ নম্বর মাঠে গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে ৩৯২ রান করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আবাহনী ভাঙল সে রেকর্ড।
সব মিলিয়ে মেয়েদের ৫০ ওভারের ক্রিকেটে বিশ্ব রেকর্ড শ্রীলঙ্কার ক্যান্ডিয়ান লেডিজ ক্রিকেট ক্লাবের। ২০০৭ সালে পুস্পদানা লেডিজের বিপক্ষে ৫০ ওভারে ৪ উইকেটে ৬৩২ রান তুলেছিল তারা।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে (৫০ ওভার) ছেলেদের সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ডও আবাহনী। ২০১৭-১৮ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে ৪ উইকেটে ৩৯৩ রান তুলেছিল তারা, প্রতিপক্ষ ছিল প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব।
বিশাল লক্ষ্যে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাব গুটিয়ে যায় মাত্র ৩৬ রানেই। ২২.৪ ওভার ব্যাটিং করে তারা। কোনো ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি। আবাহনীর ৫ বোলার—জাহানারা, নাহিদা, সানজিদা আক্তার, শরীফা খাতুন ও স্বর্ণা আক্তার প্রত্যেকেই নেন ২টি করে উইকেট।
আবাহনীর ৩৬৮ রানের জয়ের ব্যবধানও বাংলাদেশের মেয়েদের লিগে রেকর্ড। সর্বশেষ আসরে কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমিকে ২৬৪ রানে হারিয়েছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান। তারা তুলেছিল ৩২১ রান।
দিনের আরেক ম্যাচে বিকেএসপির ৩ নম্বর মাঠে কলাবাগান ক্রীড়া চক্রকে (৫০ ওভারে ১৬২) ১০ উইকেটে হারিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মোহামেডান (২২.২ ওভারে ১৬৩)। দিলারা যাঁর রেকর্ড ভেঙেছেন, সেই জেসিয়া আজ সেঞ্চুরি করেন ৬৯ বলে। ১ নম্বর মাঠে সিটি ক্লাবকে (৫০ ওভারে ১১৯) বিকেএসপি হারিয়েছে ৮ উইকেটে (২৬.২ ওভারে ১২০/২)।