নিউজিল্যান্ডে বিধ্বংসী ইনিংসের পর রিশাদ বললেন, সবকিছু নিয়ে প্রস্তুত ছিলাম
এবার কি তবে রিশাদ হোসেন?
২০১৬ সালে নিউজিল্যান্ডের সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক হয়েছিল লেগ স্পিনার তানভীর হায়দারের। তখন প্রথম দফায় বাংলাদেশের কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। অনেকটা তাঁর চাওয়াতেই তানভীরকে তখন তড়িঘড়ি করে অভিষেক করানো হয়েছিল। হাথুরুসিংহে তাঁর প্রথম দফায় দলে থিতু হওয়া কোনো লেগ স্পিনার পাননি। এ মুহূর্তে লেগ স্পিনার হিসেবে দৃশ্যপটে আছেন তরুণ রিশাদ। ওয়ানডে দলে ডাক পাওয়া এই ক্রিকেটার কি প্রথমবার ৫০ ওভারের সংস্করণে সুযোগ পেতে যাচ্ছেন?
লেগ স্পিনার তানভীর মাত্র দুই ম্যাচ খেলে দল থেকে বাদ পড়েছিলেন। এই দুই ম্যাচে কোনো উইকেটই পাননি। রিশাদের গল্পটা অবশ্য এমন নয়। বয়সভিত্তিক দল থেকে তাঁর ওপর নজর নির্বাচকদের। গত কয়েক বছরে নিয়মিতই ‘এ’ দল, বিসিবি একাদশে ছিলেন রিশাদ। এইচপি দল বা নানা সময়ে স্পিন ক্যাম্পে তিনি নিয়মিত মুখ।
আজ প্রস্তুতি ম্যাচে রিশাদ কিন্তু তাঁর কাজটা ঠিকই করেছেন। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২৬ রানে জয়ের দিনে ব্যাট হাতে খেলেছেন ৫৪ বলে ৮৭ রানের ইনিংস। ১১টি চার ও ৪টি ছক্কা ছিল রিশাদের ইনিংসে। নিচের সারির ব্যাটসম্যানদের সঙ্গে রিশাদের ছোট ছোট জুটি শেষ পর্যন্ত বাংলাদেশকে ৩৩৪ রানে পৌঁছে দেয়। সঙ্গে বল হাতে নিয়েছেন ৩ উইকেট।
অপরিচিত কন্ডিশনের সঙ্গে লড়াই করে রিশাদ প্রস্তুতিটা ভালোই সেরেছেন। ম্যাচ শেষে বিসিবি প্রকাশিত একটি ভিডিও বার্তায় রিশাদ বলেছেন, ‘প্রথমত একটু ঠান্ডা কন্ডিশন, তো আমরা এসে দু–তিন দিন মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। ধীরে ধীরে আমরা অনুশীলন ম্যাচের দিকে গিয়েছি। অনুশীলন ম্যাচ যখন শুরু হলো, তখন ঠান্ডা আবহাওয়া মাথায় ছিল না। চেষ্টা করছি মানিয়ে নেওয়ার জন্য।’
লেগ স্পিনার হিসেবে পরিচতি হলেও রিশাদ ব্যাটিংটাও জানেন। ১৯টি প্রথম শ্রেণির ক্রিকেটে রিশাদ রান করেছেন ১৭ গড়ে। সর্বোচ্চ স্কোর ৯৯। অর্ধশতক ওই একটিই। রিশাদ বলেছেন, ‘আর ব্যাটিংয়ের ক্ষেত্রে বলব যে অনেক দিন পর একটা সুযোগ পেয়েছি লম্বা সময় ব্যাটিং করার। চেষ্টা করেছি উইকেটে থেকে রান করার জন্য।’
রিশাদ যোগ করেন, ‘ঠান্ডা কন্ডিশনে চেষ্টা করছি সব সময় নিজেকে গরম রাখার। যখন-তখন বোলিং করতে হতে পারে, সেই কথা মাথায় ছিল, হাত গরম ছিল। সবকিছু নিয়ে মানসিকভাবে প্রস্তুত ছিলাম। কিন্তু তারপরও অনেক ঠান্ডা। এ জন্য একটু অপ্রস্তুত লেগেছিল। তবে সবকিছু ঠিক আছে। আর ইনশা আল্লাহ, দল ভালো কিছু করবে। দোয়া করবেন সবাই।’
২০ বছর বয়সী লেগ স্পিনারের আন্তর্জাতিক অভিষেক হয়েছে গত মার্চে। চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে। এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি খেলেছেন রিশাদ। তবে মূল দলের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওই একটি ম্যাচই খেলেছেন। ৩ ওভার বল করে ১৯ রান খরচায় নিয়েছিলেন ১ উইকেট। রিশাদ বাকি দুটো ম্যাচ খেলেছেন এশিয়ান গেমসে।
এত দিন ধরে সবার নজরে থাকলেও রিশাদ ঘরোয়া ক্রিকেটে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। ১৯টি প্রথম শ্রেণির ম্যাচের সঙ্গে মাত্র ৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে টি-টোয়েন্টি খেলেছেন ১৭টি।