পরিত্যক্ত শেষ টি-টোয়েন্টি, ওয়ানডেতে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের অধিনায়কত্ব করবেন হ্যারি ব্রুকআইসিসি

আবহাওয়া অফিসের পূর্বাভাসই সত্যি হলো। অঝোর বৃষ্টিতে আজ ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টিতে একটি বলও হতে পারেনি। বৃষ্টিতে তৃতীয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ার তিন ম্যাচের সিরিজের ট্রফি ভাগাভাগি করতে হলো দুই দলকে। সাউদাম্পটনে প্রথম ম্যাচটি জিতেছিল অস্ট্রেলিয়া। কার্ডিফে দ্বিতীয় ম্যাচটি জিতে সমতা ফিরিয়েছিল ইংল্যান্ড।

দুই দল এখন লড়বে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে। সর্বশেষ দুটি ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল দুটি ট্রেন্ট ব্রিজে ১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে। সেই ম্যাচে ইংল্যান্ডের হয়ে প্রথমবার টস করবেন হ্যারি ব্রুক। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক জস বাটলার চোট থেকে সেরে না ওঠায় ওয়ানডে সিরিজে ব্রুককে ভারপ্রাপ্ত অধিনায়ক করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বাটলারের অনুপস্থিতি ওয়ানডে দলে ফিরিয়েছেন লিয়াম লিভিংস্টোনকেও। ইংল্যান্ড গত মাসেই ঘোষণা করেছিল ওয়ানডে সিরিজের দল

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ওলি পোপ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিল সল্ট ছিলেন ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক। বেন স্টোকসের জায়গা অধিনায়কত্ব করেছিলেন পোপ।

টি–টোয়েন্টি সিরিজের ট্রফিটা ভাগাভাগি করতে হলো অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ (বাঁয়ে) ও ইংল্যান্ডের অধিনায়ক ফিল সলট্কে
এএফপি

আপাতত ভারপ্রাপ্ত হলেও ব্রুককে অধিনায়ক হিসেবে গড়ে তোলার কাজটা অনেক দিন আগে থেকেই শুরু করেছে ইসিবি। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ড দলের অধিনায়ক ছিলেন ব্রুক। টি-টোয়েন্টি ব্ল্যাস্ট ও দ্য হানড্রেডে কয়েকটি ম্যাচে অধিনায়কত্বও করেছেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে সহ–অধিনায়কও ছিলেন ব্রুক।

আরও পড়ুন
অধিনায়ক হিসেবে নিজেকে চেনানোর বড় সুযোগ ব্রুকির। সে অনেকটাই নির্ভার প্রকৃতির মানুষ। আমি নিশ্চিত সে নিজের মতো করেই সবকিছু করবে।
জস বাটলার, ইংল্যান্ড অধিনায়ক
সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের মূল অধিনায়ক জস বাটলার
এএফপি ফাইল ছবি

ব্রুককে ওয়ানডের ভারপ্রাপ্ত অধিনায়ক করা নিয়ে কথা বলেছেন মূল অধিনায়ক বাটলার। স্কাই স্পোর্টসে ব্রুকের প্রশংসাই করলেন বাটলার, ‘অধিনায়ক হিসেবে নিজেকে চেনানোর বড় সুযোগ ব্রুকির। সে অনেকটাই নির্ভার প্রকৃতির মানুষ, তবে আমি মনে করি তার সবকিছুই ঠিক আছে। এ (ক্রিকেট) নিয়ে তার চিন্তাভাবনা খুব গোছাল। আমি নিশ্চিত সে নিজের মতো করেই সবকিছু করবে।’

নভেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা করছেন বাটলার।

আরও পড়ুন