চ্যাম্পিয়নস ট্রফিতে কার্তিকের ‘ডার্ক হর্স’ বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলপ্রথম আলো

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দল নিয়ে দেশ ছাড়ার আগে আশার কথা শুনিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। বলে গেছেন, চ্যাম্পিয়ন হতে চান। অনেকেরই নিশ্চয়ই এই কথা বিশ্বাস হয়নি। কেউ কেউ হয়তো হেসেছেনও।

তবে বাংলাদেশের বাইরেও এমন একজন আছেন, যিনি নাজমুলদের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে দেখছেন—ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বিশেষ আয়োজনে এ কথা বলেছেন তিনি।

আরও পড়ুন

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে কোন দল চ্যাম্পিয়ন হতে পারে, ডার্ক হর্স কে, সর্বোচ্চ রান করতে পারেন কে—সাবেক ক্রিকেটার, সাংবাদিক ও ধারাভাষ্যকারদের নিয়ে নিজেদের ইউটিউব চ্যানেলে এসব ভবিষ্যদ্বাণীর আয়োজন করেছে ক্রিকবাজ। সেখানে বাংলাদেশকে নিয়ে আশার কথা বলেছেন মুরালি কার্তিক।

ভারতের সাবেক ক্রিকেটার মুরালি কার্তিক
মুরালি কার্তিকের ইনস্টাগ্রাম হ্যান্ডল

ভারতের হয়ে ৮ টেস্ট ও ৩৭ ওয়ানডে ও একটি টি–টোয়েন্টিতে মোট ৬১ উইকেট নেওয়া কার্তিক ‘ডার্ক হর্স’ কোন দল—এই প্রসঙ্গে বলেছেন, ‘বাংলাদেশ। তারা বিপজ্জনক দল।’ এরপর সেমিফাইনালে উঠতে পারে কোন চারটি দল, সে প্রসঙ্গে কার্তিক বলেছেন, ‘ভারত ও বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাও ভালো ক্রিকেট খেলছে। আমার মনে হয় অস্ট্রেলিয়াও (সেমিফাইনালে ওঠার) পথ খুঁজে নেবে।’

চমকে দিতে পারে (ডার্ক হর্স), এমন দল কারা—সে প্রসঙ্গে আফগানিস্তানের নামটা বলেছেন ভারতের সাবেক তিন ক্রিকেটার দীনেশ কার্তিক, বীরেন্দর শেবাগ ও পার্থিব প্যাটেল। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের চোখেও আফগানিস্তান এবার চমকে দিতে পারে। জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে বলেছেন দক্ষিণ আফ্রিকার কথা।

আরও পড়ুন

সেমিফাইনালে সম্ভাব্য চার দল নিয়ে শেবাগের ভবিষ্যদ্বাণী, ‘ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আফগানিস্তান।’ ভারতের সাবেক পেসার জহির খানের চোখে চার সম্ভাব্য সেমিফাইনালিষ্ট ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

হার্শা ভোগলের চোখে, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। ভন মনে করেন, এবার সেমিফাইনালে উঠবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও নিউজিল্যান্ড।

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে আগামীকাল থেকে। বৃহস্পতিবার দুবাইয়ে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।